শাবিপ্রবি প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০১৮

শাবিতে চার দফা দাবিতে গণস্বাক্ষর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষে চার দফা দাবি জানিয়ে দুই দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ স্বাক্ষর শুরু হয়। প্রথম দিনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করে স্বাক্ষর করেন।

চার দফা দাবির মধ্যে রয়েছে : সপ্তাহে সাতদিনই রাত দশটা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখতে হবে, নিজের বই নিয়ে লাইব্রেরি ভবনে পড়াশোনা করার জন্য রিডিং ব্যবস্থা করতে হবে, ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, ফুডকোর্ট ও টংগুলো সারা সপ্তাহ খোলা রাখাসহ স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা, মুক্তমঞ্চ, চেতনা ’৭১, গোলচত্ত্বরের আশপাশসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist