তানোর প্রতিনিধি

  ২৪ মার্চ, ২০১৮

তানোরে বাল্যবিবাহের আসর থেকে আটক ৪

রাজশাহীর তানোরে বাল্য বিয়ের আসর থেকে বর ও কনের মাসহ দুই সহকারী কাজীকে আটক করেছে পুলিশ। বাল্য বিবাহ রোধ করতে কনের সহপাঠীদের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিয়ের আসর থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চলতি বছরের ২২ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চকপ্রভুরাম এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, তানোর পৌরসভার মোল্লাপাড়া এলাকার জনৈক আব্দুল মান্নানের কন্যা ও দশম শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে তাঁর আপন খালাতো ভাই উপজেলার চকপ্রভুরাম গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে আসাদুজ্জামানের (২০) বাল্য বিয়ে সম্পন্ন করার প্রস্তুতি চলছিল। এদিকে ওই ছাত্রীর সহপাঠীরা এই বিয়ের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শওকাত আলীকে অবহিত করেন। পরে তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক মৃধা চকপ্রভুরাম গ্রামে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময়ে পুলিশ দেখে সবাই সটকে পড়লেও কামারগাঁ ইউনিয়নের সহকারী কাজী আশরাফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম এবং কনের মা মনোয়ারা বিবি ও ছেলের মা জাবেদা বেগমকে আটক করা হয়। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এই বাল্য বিয়ে বন্ধ করে বর-কনের মাসহ দুই সহকারী কাজীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist