প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ মার্চ, ২০১৮

তিন সূচকেই ভালো করে উন্নয়নশীল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আনন্দ র‌্যালি, আলোচনা, সমাবেশ, স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা প্রকাশক মঈনউল ইসলাম বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে তিনটি সূচকের (যেমন মাথা পিছু আয়, মানবসম্পদ সূচক, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক) মধ্যে যে কোন দুটি সূচক অর্জন করতে পারলেই সেই দেশ উন্নয়নশীল দেশে প্রবেশ করতে পারে। বাংলাদেশ তিনটি সূচকেই ভাল ভাবে উত্তরণ করেছে।’ প্রতিনিধিদের পাঠানো খবর:

নেত্রকোনা : নেত্রকোনা জেলা প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আল ফয়সলের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

বান্দরবান : জেলা প্রশাসক কার্যালয়ের সমে¥লন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম, এডিসি (রাজস্ব) আলী নূর খান, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বোমাং রাজা উ চ প্রু, পাবর্ত্য আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুল রহমান প্রমুখ।

বগুড়া : বগুড়া প্রেস ক্লাবে ব্রিফিং করেন জেলার সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান। ব্রিফিংকালে প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সহসভাপতি আব্দুস সালাম বাবু, নাজমুল হুদা নাসিম, সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এতে বক্তব্য দেন এডিসি (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি প্রমুখ।

দিনাজপুর : জেলা প্রশাসক ড. আ ন ম আব্দুছ ছবুরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেনÑঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়নাল আবেদীন প্রমুখ। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর : জামালপুরে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর। জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা, জেলা আ.লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেনÑনবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, এডিসি (সার্বিক) বাকাহীদ হোসেন, এডিসি (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। এদিকে, এ উপলক্ষে মঙ্গলবার থেকে প্রতিটি সরকারি দফতরে বিশেষ সেবা চালু করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পঞ্চগড় : পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আলমগীর কবির, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী : রাজবাড়ী জেলায় র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সিভিল সার্জন ডা. রহিম বক্স, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ।

ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑএডিসি (সার্বিক) মহসীন উদ্দিন, জেলা তথ্য অফিসার শামছুল আলম প্রমুখ।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সম্পাদক মাহাবুব আলী খান, এডিসি (রাজস্ব) শান্তি মণি চাকমা প্রমুখ। পরে সংবাদ সম্মেলন বক্তব্য দেন এডিসি (সার্বিক) জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী, তথ্য অফিসার হাসিবুল হাসান প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আক্তার উননেছা শিউলী। এতে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, সহকারি কমিশনার (ভূমি) এসআর আরমান শাকিল, প্রাণি সম্পদ কর্র্মকর্তা আইয়ুব মিয়া রানা প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শিমুল কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন, কয়রা থানার ওসি এনামুল হক, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, বিআরডিবি অফিসার বাহাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার জাফর রানা, পল্লী দারিদ্র বিমোচন অফিসার ইদ্রিস আলী প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেনÑউপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ূম খসরু, ইউএনও মিতু মরিয়ম, সমাজসেবা কর্মকর্তা কবির আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, অধ্যক্ষ আসাদুজ্জামান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist