বাঘা (রাজশাহী) প্রতিনিধি

  ১৯ মার্চ, ২০১৮

এসএসসি পরীক্ষা

বাঘায় ৭ প্রতিষ্ঠানের জন্য ৩ কেন্দ্র

রাজশাহীর বাঘায় আসন্ন এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেও অধীন ৭টি প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শতাধিক শিক্ষার্থীদের জন্য ৩টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের ১০০ গজের মধ্যে একটি কেন্দ্রের বিপরীতে আরেকটি নতুন কেন্দ্র দেওয়া হয়েছে। তিনটি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে ২০১৫ সালে নকল সরবরাহের কারণে ১১ শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ওই সময় কেন্দ্রটি বোর্ড কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করা হয়। তিনটি কেন্দ্রের মধ্যে একটি বাণিজ্যিক বিএম কলেজ। এটির অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বাবুল জানান, উপজেলার সবচেয়ে পুরাতন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং কেন্দ্র পরিচালনায় সকল পরিবেশ দেখে আমার প্রতিষ্ঠানে কেন্দ্র দিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া সরকারের শিক্ষা মন্ত্রণালয় যেখানে প্রশ্ন পত্রফাঁস ঠেকাতে হিমসিম খাচ্ছে, ঠিক সেই সময় অতীতের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণিত প্রতিষ্ঠানকে নতুন করে কেন্দ্র প্রদান করা হয়েছে। ফলে কারিগরি বোর্ডের এরূপ সিদ্ধান্তেÍ জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আরেকটি কেন্দ্র আবদুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ সামরুল হোসেন বলেন, আড়ানী ও বাউসা ইউনিয়নে তিনটি বিএম কলেজের শিক্ষার্থীরা আমার প্রতিষ্ঠানে কেন্দ্র হিসেবে পরীক্ষা দেয়। এখানে সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কোন অভিযোগ নেই। নকলের দায়ে বাতিলের পর আবার কেন্দ্র পাওয়া প্রতিষ্ঠান ইসলামি একাডেমি কলেজের অধ্যক্ষ আবদুল কাদের বলেন, এক সময় আমার প্রতিষ্ঠানের বাইরে নকল সরবরাহের দায়ে ১১ জন শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালতের মামলায় আমার প্রতিষ্ঠানের কোনো নাম নেই। ‘একটি মহল’ আমার প্রতিষ্ঠানের উপর দায়ভার দেওয়ার চেষ্টা করেছিল। তবে আগামী এইচএসসি পরীক্ষার জন্য পুনরায় কেন্দ্র দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, শিক্ষার্থীর সুবিধার জন্য বোর্ড কেন্দ্র দিয়েছে। তবে ২০১৪ ও ২০১৫ সালের বিষয়ে আমার জানা নেই। তবে আগামী এইচএসসি পরীক্ষা ওই কেন্দ্র আমার নজরদারি থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist