লালমনিরহাট প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০১৮

এমপি সফুরা রুমীর নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে ভুয়া আইডি পরিচালনার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত ৩০২ আসনের সংসদ সদস্য (এমপি) এ্যাডভোকোট সফুরা বেগম রুমী।

গত শুক্রবার রাতে লালমনিরহাট সদর থানায় তিনি এ জিডি করেন। ভুয়া ফেসবুক আইডি নিয়ে হরহামেশাই বিভিন্নজনকে ভোগান্তিতে পড়তে হয়। এমন কোনও ভোগান্তিতে যাতে না পড়তে হয়, সেজন্যই ওই জিডি করেছেন বলে জানান আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য সফুরা রুমী।

সদর থানার ওসি মাহফুজ আলম জানান, কে বা কারা ‘সফুরা বেগম এমপি’ নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলেছে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের পরামর্শে সফুরা বেগম রুমী এমপি থানায় জিডি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ নিয়ে এমপি রুমী বলেন, যাতে কখনও ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্যই থানায় জিডি করেছি। কে বা কারা কাজটি করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist