কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০১৮

‘একটি চক্র জয় বাংলা স্লোগান বদলে দিতে চেয়েছিল’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

‘একটি চক্র মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগান বদলে দিতে চেয়েছিল। তারা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয়। অথচ জিন্দাবাদ পাকিস্তানি শব্দ। ’৭৫ থেকে তারা এ ষড়যন্ত্র করে আসছে।’ বলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ আরো বলেন, ‘চক্রটির উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তরিত করা। তারা বাংলাদেশের ইতিহাস বিক্রিত করতে চেয়েছিলো।’ প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের মুখে জয়বাংলা স্লোগান ও বুকে বঙ্গবন্ধুর জীবন চরিত্র ধারণ করতে হবে।’ পরে তিনি ১২০০ শিক্ষার্থীদের মাঝে ‘মুজিব গ্রাফিক নোভেল’ বই তুলে দেন এবং শিক্ষার্থীদের সাথে ফটোশেসনে অংশ নেন। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, বাস্তা ইউপি চেয়ারম্যান আশকর আলী, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এইচ এম মেহেদী হাসান ও শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল ও হাজী ফরিদ হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist