প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ মার্চ, ২০১৮

‘চিরন্তন প্রেরণার উৎস বঙ্গবন্ধু’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণার উৎস। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে দেশব্যাপী আনন্দ র‌্যালি, আলোচনা সভা, শিশু সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

রাজশাহী-বাঘা : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব,

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. সানাউল হক, রামেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মহিবুল হাসান, কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাওয়াদুল হক, ডা. উবায়দুল্লাহ ইবনে আলী, ডা. সিরাজী নাজমুল হাসনাইন প্রমুখ।

এদিকে জেলার বাঘা উপজেলা ইউএনও শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি, ফারহানা দিল আফরোজ রুমি, সহকারি কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন, উপজেলা আ.লীগ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহসভাপতি আজিজুল আলম, ওসি রেজাউল হাসান রেজা, অধ্যক্ষ নছিম উদ্দিন প্রমুখ। এদিকে বিকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম-হাটহাজারী : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. রায়হান ফারুক, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর আঃ হালিম, পিআরটিসি’র পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ^াস প্রমুখ। এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপউপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেনÑ উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান প্রমুখ। এর আগে তারা বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।

এদিকে জেলার হাটহাজারীতে ইউএনও আক্তার উননেছা শিউলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) এসআর আরমান শাকিল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, স্বাস্থ্য কর্র্মকর্তা ডা. শেখ ফজলে রাব্বি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আইয়ুব মিয়া রানা, প্রকৌশলী কামরুজ্জামান, স্থানীয় প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া, প্রকল্প বাস্তবায়ন কর্র্মকর্র্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, জেলা আ.লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল প্রমুখ।

লক্ষ্মীপুর : র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, এডিসি (সার্বিক) মঞ্জুরুল ইসলাম, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা আ.লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, তথ্য কর্মকর্তা আবদুল্যা আল মামুন প্রমুখ।

সিরাজগঞ্জ-শাহজাদপুর-উল্লাপাড়া : সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, স্থানীয় সরকার উপপরিচালক আবু নুর মোহাম্মাদ সামসুজ্জামান প্রমুখ।

এদিকে জেলার শাহজাদপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও শেহেলী লায়লা, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, অধ্যক্ষ এ.এম. আব্দুল আজিজ, শিক্ষা অফিসার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস প্রমুখ।

এছাড়া উল্লাপাড়া ইউএনও আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শরাফত ইসলাম, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মডেল থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ প্রমুখ।

মৌলভীবাজারÑশ্রীমঙ্গল : মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম, জেলা আ.লীগ সভপতি নেছার আহমদ, সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক ব্রিটিশ কাউন্সিলার এমএ রহিম (সিআইপি), জেলা যুবলীগ সভাপতি নাহিদ আমহদ, সম্পাদক রেজাউল করিম সুমন প্রমুখ।

এদিকে, জেলার শ্রীমঙ্গলে র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, এএসপি (সার্কেল) আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল, শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

নেত্রকোনা : নেত্রকোনায় সমাবেশে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আ.লীগ সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, আবু আককাস আহমেদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস.এম আশরাফুল আলম, কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার প্রমুখ।

বান্দরবান : বান্দরবানে সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক আসলাম হোসেন, এসপি জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা. অং সুই প্রু, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. অংসালু মারমা, মেয়র ইসলাম বেবী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা প্রমুখ।

ভোলা : ভোলায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোকতার হোসেন, এডিসি মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, অধ্যক্ষ শাফিয়া খাতুন প্রমুখ।

নওগাঁ-রাণীনগর-আত্রাই : নওগাঁ জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপির নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, এএসপি রাশেদুল হক, এডিসি মাহবুবুর রহমান, সদর ইউএনও মুসতানজিদা পারভিন প্রমুখ।

এদিকে জেলার রানীনগরে সভায় উপস্থিত ছিলেন ইউএনও সোনিয়া বিনতে তাবিব, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল বারিক মোল্লা, সম্পাদক মফিজ উদ্দিন, প্রাণি সম্পদ কর্মকর্তা আবু তালেব, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।

এছাড়া জেলার আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, প্রকৌশলী মোবারক হোসেন, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুরে রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার জাকির হোসেন, জেলা আ.লীগ সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, বঙ্গবন্ধু সেনা পরিষদের আহ্বায়ক মেজর (অব.) আতমা হালিম, থানা আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, শহর আ.লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, অধ্যক্ষ মীর মোশাররফ হোসেন প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর থানা আ.লীগের সভাপতি অ্যাড. আব্দুর রশিদ, পৌর আ.লীগের সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।

জয়পুরহাট-পাঁচবিবি : জয়পুরহাটে সভায় বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগ সভাপতি অ্যাড. সামসুল আলম দুদু, জেলা প্রশাসক মোকাম্মেল হক, এসপি (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন, সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সম্পাদক এসএম সোলায়মান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।

এদিকে জেলার পাঁচবিবি উপজেলায় সভায় ছিলেন ইউএনও রাজিবুল আলম, সহকারি কমিশনার (ভূমি) এ.কে.এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পুলিশ কর্মকর্তা ফরিদ হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, প্যানেল মেয়র নূর হোসেন প্রমুখ।

পটুয়াখালী-রাঙ্গাবালী : পটুয়াখালীতে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান, এডিসি (শিক্ষা ও আইসটি) নুরুল হাফিজ, জেলা আ.লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া, এএসপি জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, জেলা আ.লীগের সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা, মেয়র (ভারপ্রাপ্ত) নিজামুল হক, প্রমুখ।

এদিকে জেলার রাঙ্গাবালী উপজেলার কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, শিক্ষা কর্মকর্তা গোলাম সগির, ওসি মিলন কৃষ্ণ মিত্র প্রমুখ।

মাগুরা : মাগুরায় জেলা (ভারপ্রাপ্ত) প্রশাসক খন্দাকার আজিম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার এমপি, জেলা পরিষদ প্রশাসক পংকজ কুন্ডু, সিভিল সার্জন মুন্সি ডা. সাদউল্লাহ, জেলা আ.লীগের সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ।

নাটোর : নাটোরে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আ.লীগ সহসভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।

টাঙ্গাইল-নাগরপুর-ভূঞাপুর : টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালিতে উপস্থিত ছিলেন (টাঙ্গাইল-৫) সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, এডিসি (সার্বিক) নেছার উদ্দিন জুয়েল, জেলা আ.লীগের সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. খোরশেদ আলাম, পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

এদিকে জেলার নাগরপুরে ইউএনও আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন, উপজেলা কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম খান, শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা প্রমুখ।

এছাড়া জেলার ভূঞাপুরে ইউএনও ঝোটন চন্দ’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী প্রমুখ।

বগুড়া-নন্দীগ্রাম-দুপচাঁচিয়া : বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আ.লীগের সভাপতি মমতাজ উদ্দিনসহ সরকারি কর্মকর্তাসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এদিকে জেলার নন্দীগ্রামের সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেন, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, মাদরাসা সুপার একেএম আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ মাওলানা ওয়াজেদ মিঞা, প্রভাষক আব্দুল মতিন প্রমুখ।

এছাড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি ম-ল, ইউএনও শাহেদ পারভেজ, ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, যুবলীগ সভাপতি আহমেদুর রহমান বিপ্লব প্রমুখ।

নরসিংদী-রায়পুরা-মনোহরদী : নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, স্থানীয় সরকার উপপরিচালক ড. এ টি এম মাহবুব উল করিম, সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, এডিসি (সার্বিক) মোহাম্মদ আব্দুুল আউয়াল, এডিসি (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। জেলার এডিসি (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা এলজিইডি নির্বাহী পরিচালক রায়হান সিদ্দীক, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান ও শিশু আবরার তাহসিন, জেলা পরিষদ হিসাব রক্ষক কর্মকর্তা মোমেন মিয়া ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রধান সহকারী খোরশেদ আলমসহ সকল সদস্যগন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছিল বাঁধন হারা ও নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী।

এদিকে জেলার রায়পুরায় ইউএনও শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মাসুদুর রানা, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি আফজাল হোসাইন, সহকারী কমিশনার সাদেকুর রহমান সবুজ, থানার ওসি দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা রেদুয়ান হোসেন, রায়পুরা প্রেস ক্লাব সভাপতি বশির আহম্মেদ মোল্লা প্রমুখ।

এছাড়া জেলার মনোহরদীর র‌্যালিতে অংশ নেন ইউএনও শহিদ উল্লাহ, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) আসসাদিকজ্জামান, উপজেলা আ.লীগের সম্পাদক প্রিয়াশিষ রায়, অধ্যক্ষ গোলাম ফারুক প্রমুখ।

রূপগঞ্জ-সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ-১) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা আ.লীগের সহসভাপতি সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, কাউন্সিলর আমির হোসেন, লায়লা পারভীন, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মনির, রাসেল সিকার, নজরুল ইসলাম মফিজ, বিএম আতিকুর রহমান, আব্দুল মতিন প্রমুখ।

এদিকে জেলার সোনারগাঁয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. আবুজাফর চৌধুরী বিরু, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ।

ঠাকুরগাঁও-পীরগঞ্জ-বালিয়াডাঙ্গী : ঠাকুরগাঁও শহরের ডাকবাংলো চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আ.লীগ ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিকে জেলার পীরগঞ্জে সভায় বক্তব্য দেন সাবেক এমপি ও জেলা আ.লীগ সিনিয়র সভাপতি ইমদাদুল হক, ইউএনও এডব্লিউএম রায়হান শাহ, উপজেলা আ.লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) একরামুল হক, সম্পাদক আকতারুল ইসলাম, থানার ওসি আমিরুজ্জামান প্রমুখ।

এছাড়া জেলার ঠাকুরগাঁওয়ে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইউএনও আঃ মান্নান, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, ওসি (তদন্ত) মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী প্রমুখ।

বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সভা ও কেক কাটায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, আইন অনুষদের ডিন আবদুল ক্দ্দুুস মিয়া, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হালিমা খাতুন, কৃষি বিভাগের শিক্ষক ড. নাজমুল হক, প্রাণি সম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক শফিউজ্জামান, প্রভাষক ইমরান হোসেন, ফায়েকুজ্জামান মিয়া, রবিউল ইসলাম, ড. হাসিবুর রহমান, জয়নাব বিনতে হোসেন প্রমুখ।

গবি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, আইন ভিাগের বিভাগীয় প্রধান রফিকুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকÑশিক্ষার্থী, কর্মকর্তাÑকর্মচারীরা উপস্থিত ছিলেন।

কুবি : কুমিল্লা বিশ^বিদ্যালয়ে (কুবি) আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি (কার্যকরী) মেহেদী হাসান, সম্পাদক এনএম রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দীকি, সম্পাদক জিয়া উদ্দিন, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও হল শাখার নেতাকর্মীবৃন্দ।

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামসহ অন্যান্য।

রাবি : রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপউপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, ছাত্র-উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ দফতরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর লুৎফর রহমান প্রমুখ।

নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃতে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশনসহ বিভিন্ন ইনস্টিটিউট, হল ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবি : টাঙ্গাইলের মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট সহ অন্যান্য।

জাককানইবি : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সম্পাদক শফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবির, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. মুশাররত শবনব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য প্রফেসর মুহম্মদ নুরুল্লাহ, শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু, সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও ফকরুল হাসান, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আব্দুল গফফার, পাইকগাছা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সহকারী শিক্ষা অফিসার শোভা রায় প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : জেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সিনিয়র সহসভাপতি ইমদাদুল হক, ইউএনও এডব্লিউএম রায়হান শাহ, উপজেলা আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ।

বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জ উপজেলার শিশু সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আহসানুল হক চৌধুরী উিউক, ইউএনও রাশেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ওসি আখতারুজ্জামান প্রধান প্রমুখ।

বাউফল-মির্জাগঞ্জ (পটুয়াখালী) : এদিকে জেলার বাউফলে ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য উপরে উপজেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক আলোচানা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে জেলার মির্জাগঞ্জে ইউএনও শাহ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আবু বকর সিদ্দিকী, আ.লীগের আহ্বায়ক গাজী আতহার উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক ইউনুচ আলী সরদার প্রমুখ।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান, কসবা ইউপি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান, যুবলীগ সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক ফারুক আহাম্মেদ প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরে বড়াইগ্রামে কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

উলিপুর-ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞা, ইউএনও মুহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আ.লীগ সভাপতি মতি শিউলী, সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার ওসি এস.কে আব্দুল্লাহ আল সাইদ, প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এদিকে জেলার ফুলবাড়ী উপজেলার কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন, প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপধ্যাক্ষ আসাদুজ্জামান লিটু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম শেখ প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও রাজিব আহমেদ, উপজেলা স্ব্যাস্থ কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল মাহমুদ, প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, নির্বাচন অফিসার রোকনুজ্জামান, ওসি নাছির উদ্দিন, উপজেলা আ.লীগ সভাপতি অ্যাড. এম মতিউর রহমান, অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদার প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেন, মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, প্রকৌশলী শফিকুর রহমান ভূইয়া, শিক্ষা অফিসার সোহাগ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

কয়রা (খুলনা) : কয়রায় ইউএনও শিমুল কুমার সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেরা চেয়ারম্যান আ.খ.ম. তমিজ উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, যুবলীগের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, ওসি এনামুল হক, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ প্রমুখ।

কালিগঞ্জ-পাটগ্রাম (লালমনিরহাট) : লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চাপারহাট শামসুদ্দিন-কমরউদ্দিন কলেজ হলরুমে সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক মোস্তফা হাসান আংগুর, নজরুল ইসলাম সরকার, ধীরেন্দ্র নাথ রায়, গোলাম আজম, প্রদীপ কুমার পাল প্রমুখ।

অপরদিকে পাটগ্রামে উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের সভাপতিত্বে কেক কাটায় উপস্থিত ছিলেন ইউএনও নূর কুতুবুল আলম, পৌর মেয়র শেমসের আলী, উপজেলা আ.লীগ সভাপতি আনারুল ইসলাম নাজু, পৌর আ.লীগের সম্পাদক কাজী আসাদুজ্জাম আসাদ প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলা আ.লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, সাংস্কৃতিক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন প্রমুখ।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সভায় বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, ওসি আসলাম সিকদার, আ.লীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. সুজিত কুমার দেব, জহির উদ্দিন চৌধুরী শাহান প্রমুখ।

মুক্তাগাছাÑফুলবাড়ীয়া-গফরগাঁও (ময়মনসিংহ) :

ময়মনসিংহের মুুক্তাগাছায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব কেএম খালিদ বাবু, সহসভাপতি আজিজুল হক ইদু, সম্পাদক বিল্লাল হোসেন সরকার, কৃষকলীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার, সম্পাদক আরিফ রব্বানী প্রমুখ।

এদিকে, জেলার ফুলবাড়ীয়া উপজেলার সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন, ড. নাসরিন আক্তার বানু, শিউলি হরি, শেখ কবিরুল ইসলাম, ইমদাদুল হক সেলিম অ্যাড. রুহুল আমীন, জীবন আরা বেগম প্রমুখ।

এছাড়া গফরগাঁও উপজেলা আ.লীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও (ময়মনসিংহ-১০) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র আলহাজ¦ এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলার ইউপি চেয়ারম্যান-মেম্বার, পৌর কাউন্সিলর সহ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈরে ইউএনও (ভারপ্রাপ্ত) মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা আ.লীগের সভাপতি মোতালেব মিয়া, পৌর মেয়র শামিম নেওয়াজ মুন্সী, ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম সরদার, পৌর আ.লীগের আহ্বায়ক মতিয়ার রহমান প্রমুখ।

শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুর উপজেলায় ইউএনও সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, পৌর মেয়র আব্দুস সাত্তার, সহকারী কমিশনার (ভূমি) লিটন সরকার, উপজেলা আ.লীগের সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, শহর আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রমুখ।

সিংগাইর-শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, ইউএনও যুবায়ের, সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমান, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, ওসি খোন্দকার ইমাম হোসেন, আ.লীগের সম্পাদক আব্দুল মাজেদ খান প্রমুখ।

এদিকে শিবালয় উপজেলার শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সম্পাদক এমএ কুদ্দুস বিএ, অধ্যক্ষ আব্দুল রউফ খান, অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার, সহকারি অধ্যাপক আনম বজলুর রশিদ, বলরাম দাস, ড. উত্তম কুমার সরকার, জানে আলম, সুজিৎ বিশ্বাস, উপজেলা যুবলীগ আহ্বায়ক মিরাজ হোসেন লালন, ছাত্রলীগ সভাপতি সেলিম রেজা, সস্পাদক দুলাল হোসেন, শ্রমিকলীগ সস্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় র‌্যালি শেষে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ দাশ, কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, প্রকৌশলী দেবাশীষ বাগচী, শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, নির্বাচন অফিসার হাসান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, ইউএনও শিহাব রায়হান, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, থানার ওসি (তদন্ত) এসএম জাকারিয়া প্রমুখ।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, সুরাইয়া আক্তার শিউলী, সহকারী কমিশনার (ভূমি) শান্তনু চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভুঁইয়া প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে ইউএনও (ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ আ.লীগের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরের সভায় বক্তব্য দেন সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়াশী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএনও সরোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, আ.লীগের সহসভাপতি নুরুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহজাদা আকন, যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান প্রমুখ।

সোনাইমুড়ী (নোয়াখালী) : নোয়াখালীর সোনাইমুড়ী বারগাঁও কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সভায় উপস্থিত ছিলেননোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, জেলা আ.লীগ সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, উপজেলা আ.লীগ স¤পাদক আফম বাবুল বাবু, জেলা ছাত্রলীগ সম্পাদক আবুল হাসনাত আদনান, থানার ওসি নাসিম উদ্দিন, যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন রুবেল, ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুজন, ইউপি আ.লীগের সভাপতি ইয়াছিন মাস্টার প্রমুখ।

বেনাপোল (যশোর) : যশোর শার্শা উপজেলায় ফ্রি স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডা. মুরসালিমুর রহমান শুভ, ডা. ইকরামুল হক কিং, মুনজুরুল আহসান মুন, ডাঃ নিজামুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ইউএনও পুলক কুমার মন্ডল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist