পঞ্চগড় প্রতিনিধি

  ১৭ মার্চ, ২০১৮

চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে এক পরিবারের ১২ জন অসুস্থ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের ১২ জন অসুস্থ হয়েছেন। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হোলাসিজোত এলাকায় আব্দুল জলিলের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া থানা পুলিশ তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা ধারণা করছেন চেতনানাশক মেশানো খাবার খেয়েই তারা অচেতন হয়েছে। তবে তারা সবাই আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি ১২ জন হলেন আব্দুল জলিল (৫৫), ময়না (৫০), আসিয়া (২৫), আইনুল ইসলাম (২৮), ফেরদৌস (১৮), আঞ্জুমান আক্তার (১৫), শিমুলি আক্তার (২০), অনিমা আক্তার (৬), অরণ্য (৫), রাসেল (১০), অয়ন (৭), মনির হোসেন (২২)।

পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীনরা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের খাবার খাওয়ার পর থেকেই তাদের প্রত্যেকের মাথায় ঝিমুনি হতে থাকে। এরপর একজন একজন করে পর পর কয়েকজন অচেতন হয়ে পড়ে যায়। সন্ধ্যার দিকে তারা অধিকাংশই অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের টেলিফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, পরিবারের অন্যান্য সদস্যরা প্রাথমিক অবস্থায় অসুস্থদের দেখে আতংকিত হয়ে পড়লেও পুলিশ ঘটনাস্থলে পৌছেই তাদের অচেতন অবস্থায় দেখতে পায়। ঘটনা তদন্তে তাৎক্ষনিক কাজ শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমদ জানান, পরিবারের ধারনা অন্য কোন উদ্দেশ্যে খাবারে চেতনানাশক মিশিয়ে পরিবারের লোকজনকে খাওয়ানো হয়েছে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে পরীক্ষা নিরিক্ষা করে তাদের খাবারে চেতনানাশক মেশানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। তিনি আরও জানান, অচেতন এই পরিবারের ১২ জনই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। মেডিসিন বিশেষজ্ঞ ড. মোশাফরফ হোসেন জানান, প্রাথমিকভাবে তাদের শরীরে চেতনানাশকের চিহ্ন পাওয়া গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist