রাজবাড়ী প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০১৮

রাজবাড়ীতে ২০ মণ কচ্ছপসহ পাচারকারী আটক

রাজবাড়ী শহরের ভবানীপুর ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ কচ্ছপ উদ্ধার ও প্রবাস চন্দ্র সরকার নামে এক ব্যক্তিকে গত মঙ্গলবার রাতে আটক করেছে র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রবাস একই এলাকার মৃত সুবল চন্দ্র সরকারের ছেলে। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, প্রবাস চন্দ্র সরকার গত পাঁচ ছয় বছর ধরে বেআইনীভাবে কচ্ছপ পাচার করে আসছিল। তার নিজ বাড়ির পুকুরেই সেগুলি সংরক্ষণ করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বড় বড় দুটি চৌবাচ্চায় রাখা ২০ মণ কচ্ছপ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৯ ধারা মোতাবেক তাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist