প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ মার্চ, ২০১৮

ক্যামেরাপারসনকে নির্যাতনে জেলায় জেলায় প্রতিবাদ

বরিশালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ-এর ক্যামেরাপাসন সুমন হাসানের ওপর নির্যাতনের জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বুধবার মাদারীপুর, পটুয়াখালী ও নওগাঁয় মানববন্ধন করেছে সাংবাদিকরা। এর আগে গত ১৩ মার্চ মঙ্গলবার দুপুরে নিকটাত্মীয়কে গোয়েন্দা পুলিশে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিবিসি’র বরিশাল অফিসের ক্যামেরাপারসন সুমন হাসান। সাংবাদিক পরিচয় পেয়ে প্রকাশ্যে তাকে পেটাতে পেটাতে তাকে গোয়েন্দা পুলিশের গাড়িতে তোলা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

মাদারীপুর : মাদারীপুরে গতকাল সকালে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা ও এসময় উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত সুমন হাসানের উপর নির্যাতনকারী ৮ পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পটুয়াখালী : সুমন হাসানের নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পটুয়াখালী প্রেসক্লাব। এ ঘটনায় পটুয়াখালী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ নিন্দা জ্ঞাপন করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয়। পরে এক মানববন্ধনে বলেন, এর আগেও বিভিন্ন জেলায় পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। একের পর এক সাংবাদিকের উপর পুলিশের অমানবিক নির্যাতন চলেই যাচ্ছে। আদৌ এর কোন বিচার হচ্ছেনা।

নওগাঁ : নওগাঁয় গতকাল বিকালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শহরের মুক্তির মোড় প্রধান সড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক শফিকুল ইসলাম, আসাদুর রহমান জয়, সাদেকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist