বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ১৪ মার্চ, ২০১৮

আলোকিত হলো বড়াইগ্রামের ৩৮ পরিবার

এ যেনো জাদুর ছোঁয়া। যখনই আবেদন তখনই মিটার সহ বিদ্যুৎ সংযোগ। যে সংযোগ পেতে অপেক্ষা করতে হতো কয়েক মাস-কয়েক বছর সেখানে তাৎক্ষণিক আবেদনেই বিদ্যুৎ সংযোগের এই ঘটনায় জাদুর ছোঁয়া বলেই আখ্যায়িত করলেন লালপুরের কদমচিলান ইউনিয়নের দাড়পাড়া গ্রামবাসী। গতকাল মঙ্গলবার শুভ গ্রাম বিদ্যুতায়নের অংশ হিসেবে ওই গ্রামে একদিনেই ৩৮ পরিবারকে বিদ্যুতের আলোয় আলোকিত করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ। নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে নিজ হাতে স্পট মিটার স্থাপন করে বিদ্যুতায়ানের উদ্বোধন করেন। স্পট মিটার সংযোগের পূর্বে দাড়পাড়া গ্রামে গ্রাহক মিজানুরের বাড়ির উঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ্জাহান সিরাজের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, কদমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist