রাজবাড়ী প্রতিনিধি

  ১৪ মার্চ, ২০১৮

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল কিশোরী শান্তনা মন্ডল (১৪)। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। শান্তনা বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের মদন মন্ডলের মেয়ে ও জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বালিয়াকান্দি ইউএনও মাসুম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন সনাতন ধর্মের বিধিমতে সোমবার রাতে সুনির্দিষ্ট লগ্নে জঙ্গলে একটি বাল্যবিয়ের আয়োজন চলছে। এ খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় বরপক্ষের সব লোকজন পালিয়ে যায়। রাতেই কনে ও তার বাবাÑমাকে উপজেলা কার্যালয়ে নিয়ে এসে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist