বাগেরহাট প্রতিনিধি

  ১২ মার্চ, ২০১৮

৬৫ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ করবে সরকার

গণশিক্ষামন্ত্রী

‘সরকারের লক্ষ্য হচ্ছে ধনী-গরিব সকল শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। শিশুদের জন্য ৩ বছরের মধ্যে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৬৫ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ করবে। শিক্ষক হিসেবে মেধাবীদের নিয়োগ দেওয়া অব্যাহত রয়েছে।’ বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। গতকাল রোববার দুপুরে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে লক্ষ্যে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধকল্পে উপবৃত্তি দেওয়া হচ্ছে। সকল শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি মায়েদেরও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের সভাপতিত্বে এক হাজারের অধিক মা’দের সমাবেশে সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজ্জাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্নসচিব শেখ আতাহার হেসেন, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মো. মোদাচ্ছের হোসেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ দুই জন মা বক্তব্য রাখেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist