বগুড়া প্রতিনিধি

  ১১ মার্চ, ২০১৮

দেড়শ বছরে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রাসহ দিনব্যাপি কেক কাটা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, প্রাক্তন শিক্ষার্থী যুগ্ম জজ (রাজশাহী মেট্রোপলিটন) মোত্তাহিদা হোসাইনসহ প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে কেক কাটেন প্রধান অতিথি স্কুলের প্রাক্তন ছাত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। পরে দিনব্যাপি স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উল্লেখ্য, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত স্কুলে ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়া এই স্কুল সফরে একে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুল (ভিএম) নামকরণ হয়। ১৯৬২ সালে স্কুলটির বর্তমান নামে নামকরণ হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist