প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ মার্চ, ২০১৮

মহড়া ও সচেতনতা বৃদ্ধিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘জানবে বিশ্ব, জানবে দেশ; দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ প্রতিপাদ্যে পালিত হয়েছে দূর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, প্রস্তুতি মহড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসনের (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা) উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

রংপুর : রংপুর জেলা এডিসি (সার্বিক) রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক এনামুল কবীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক আসাদুজ্জামান শেখ, সহকারি পরিচালক ইউনুস আলী, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেস্ট হাফিজুর রহমান, এডিসি (শিক্ষা ও আইসিটি) রশিদুল মোন্নাফ, ডেপুটি কালেক্টর মাহমুদুল হাসান, সদর উপজেলা ইউএনও জিয়াউর রহমান প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, ইউএনও উসমান গনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।

ভোলা : ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দীকের নেতৃত্বে র‌্যালি শেষে জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি আজিজুল ইসলামের সভাপত্বিতে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপপ্রধান-১ আনোয়ার হোসেন, প্রশিক্ষণ বিভাগের প্রধান সাদ্দাম হোসেন প্রিন্স, রক্ত বিভাগের উপপ্রধান আরিফ হোসেন, স্বাস্থ্য বিভাগের উপপ্রধান ফাহাদ রাবিত, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আদিল হোসেন তপু প্রমুখ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ প্রস্তুতির মহড়া দেয়।

হবিগঞ্জ : হবিগঞ্জে র‌্যালি শেষে এডিসি (সার্বিক) ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও নাইমা খন্দকার, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপপরিচালক মনিরুজ্জামান প্রমুখ।

বগুড়াÑধুনটÑআদমদিঘী : বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে র‌্যালি পরবর্তী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এডিসি (রাজস্ব) আমিরুল ইসলাম, ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা শাহারুল ইসলাম আবু হেনা, জেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ মমতাজ উদ্দিন, সদর উপজেলা ইউএনও মোহাম্মদ হামিদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তমাল হোসেন, বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক নিজাম উদ্দিন, ইভান্স গমেজ, তৌহিদুল ইসলাম নয়ন প্রমুখ।

এদিকে, বগুড়ার ধুনটে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশা, ইউএনও রাজিয়া সুলতানা, ফায়ার স্টেশন ইনচার্জ সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, প্রকৌশলী অফিস সহকারী মামুন আহম্মেদ, সদর ইউপি চেয়ারম্যান লাল মিয়া প্রমুখ।

এছাড়া, জেলার আদমদিঘী উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় ইউএনও সাদেকুর রহমানের সভাপতিতে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরেফীন, মৎস্য অফিসার মাহবুবুর রহমান, উপসহকারি প্রকৌশলী আবু হেলাল, বাবলু দত্ত, আনিছুর রহমান, হাসিবুর রহমান প্রমুখ।

নরসিংদীÑরায়পুরা : নরসিংদীতে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস, এডিসি মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারী হাজী আব্দুস সাত্তার, নরসিংদী আইডিয়েল মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মঞ্জিল-ই-মিল্লাত প্রমুখ।

এদিকে, জেলার রায়পুরা উপজেলায় আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑউপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ইউএনও শফিকুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গনী মিয়া, সহকারী প্রকৌশলী উলি উল্লাহ, ফায়ার সার্ভিস টিম লিডার সৈয়দ আসাদুজ্জামান প্রমুখ।

নওগাঁÑপোরশা-সাপাহারÑরাণীনগর : নওগাঁ জেলা প্রশাসনের র‌্যালিতে নেতৃত্ব দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা একেএম আব্দুল মান্নান, সিভিল ডিফেন্ড ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক একেএম মোরশেদ, ইউএনও মুশতানজিদা পারভীন প্রমুখ।

এদিকে জেলার পোরশা উপজেলায় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপসহকারী প্রকৌশলী মনসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামিম হোসেন, মহিলা বিষয়ক প্রশিক্ষক ফারুখ হোসেন প্রমুখ।

অপরদিকে সাপাহার উপজেলায় সভায় বক্তব্য দেনÑ ইউএনও কল্যাণ চৌধুরী, থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আলম, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।

এদিকে, জেলার রাণীনগরে ইউএনও সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী সাইদুর রহমান মিঞা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, সদর ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

পটুয়াখালীÑকলাপাড়া : পটুয়াখালীতে র‌্যালি, আলোচনা ও মহড়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান, এডিসি (সার্বিক) হেমায়েত উদ্দিন, ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাড. সুলতান আহমেদ মৃধা, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, আহমেদ ই নবী, রফিকুল ইসলাম প্রমুখ।

এদিকে জেলার কলাপাড়া উপজেলা মিলনায়তনে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়্যারমান আবদুল মোতালেব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ প্রমুখ।

লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদের নেতৃতে র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুগার মিলস উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে একটি মহড়া অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহড়ায় অংশ গ্রহন করে।

তেঁতুলিয়া (পঞ্চগড়) : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, ইউএনও সানিউল ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ মন্ডল, ভারপ্রাপ্ত ইউএনও (সহকারী ভূমি কমিশনার) ফয়সাল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আহাম্মদ হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা পরিমল কুমার ভৌমিক, পৌর আ.লীগের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন মালু প্রমুখ।

আমতলী (বরগুনা) : আমতলীতে র‌্যালি, আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, ইউএনও সরোয়ার হোসেন, আমতলী প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন, উপসহকারী প্রকৌশলী ইলয়াস মিয়া প্রমুখ।

পীরগঞ্জÑবালিয়াডাঙ্গীÑরাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউএনওএ ডাব্লিউ এম রায়হান শাহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আ.লীগ সভাপতি ইকরামুল হক, পৌর মেয়র কশিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম প্রমুখ।

এদিকে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আঃ সামাদ পান্না, ইউএনও আঃ মান্নান, আ.লীগের যুগ্ম-সম্পাদক জুলফিকার আলী, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সামিয়েল মার্ডি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, প্রভাষক আহজার আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোস্তফা কামাল প্রমুখ।

এছাড়া, রাণীশংকৈল উপজেলায় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মাহফুজা বেগম, থানার ওসি (তদন্ত) সালাউদ্দীন, উপসহকারি প্রকৌশলী তাজ উদ্দীন প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউএনও শিলাব্রত কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম রিপন প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলা ইউএনও আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা-২০ আসনের এমপি আলহাজ¦ এম এ মালেক, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মিলনায়তনে ইউএনও আক্তার উননেছা শিউলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুরে র‌্যালি শেষে সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, ইউএনও মিজানুর রহমান, কৃষি অফিসার মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, প্রকৌশলী মোহাম্মদ আহসান আলী, সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।

কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনিতে ইউএনও শেখ হাফিজুর রহমান সজলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, উপসহকারী প্রকৌশলী তনু চন্দ্র কর, আল আমিন প্রমুখ।

মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারি পরিচালক

আজাহার আঃ লতিফ, ডেপুটি টিম লিডার ইকবাল হোসেন, ফায়ার সার্ভিস লিডার বেল্লাল হোসেন, সামসুল হক প্রমুখ।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএনও ইকবাল আখতার, প্রকৌশলী আব্দুল বাছেদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার, ম্যানেজিং কমিটির সভাপতি হানিফ উদ্দিন সরকার, প্রেসক্লাবের সহসভাপতি আতিক মাহমুদ আকাশ, হাসানুজ্জামান সুলতান প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আক্তারুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুস সাত্তার, এডুকো প্রজেক্ট অফিসার ইসমাইল হোসেন, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বেলায়েত হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

কয়রা-পাইকগাছা (খুলনা) : কয়রা উপজেলা মিলানায়তনে উপজেলা চেয়ারম্যান আ.খ.ম তমিজ উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ খান, প্রেস ক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সিপিপির ইউনিয়ন টিম লিডার এসএম মাসুম বিল্যাহ, ওয়ার্ল্ড ফুডের রেদওয়ান আহমেদ প্রমুখ। অন্যদিকে কয়রা ইউনিয়ন পরিষদের উদ্যোগে র‌্যালি বের করা হয়।

এদিকে জেলার পাইকগাছায় র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রেস ক্লাব সহসভাপতি আব্দুল আজিজ, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, বিডিপিসি’র প্রতিনিধি আল ফারুক প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর) : জামালপুরের মাদারগঞ্জে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ইউএনও আমিনুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, আ.লীগ নেতা শফিকুল ইসলাম শাহালী খান প্রমুখ।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার (ভূমি) আলমগীর হুসাইন, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাছির উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন প্রোজেক্ট অফিসার নিজাম উদ্দিন, প্রেস ক্লাব সম্পাদক গণেশ পাল প্রমুখ।

সোনাইমুড়ী (নোয়াখালী) : নোয়াখালীর সোনাইমুড়ীতে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমজাদ হোসেন চৌধুরী, কৃষি উপসহকারী নিজামুল হক, পল্লী উন্নয়ন চেয়ারম্যান বাদল প্রমুখ।

দুর্গাপুর-বাঘা (রাজশাহী) : াজশাহীর দুর্গাপুরে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল, উপজেলা আ.লীগের সহসভাপতি একেএম সামশুল ইসলাম, স্বাস্থ্য পারবার পরিকল্পনা কর্মকতা ডা. দেওয়ান নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকতা মিন্টু মিয়া, থানার এসআই সোহেল রানা, ফায়ার সার্বিভ কর্মকর্তা মেহেরুন ইসলাম প্রমুখ।

এদিকে, রাজশাহীর বাঘা উপজেলায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান-১, মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, রাজশাহী ফায়ার সার্ভিসের টিম লিডার ময়নুল হোসেন প্রমুখ।

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ও ইউএনও (ভারপ্রাপ্ত) ফারুক আল মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সহকারি শিক্ষা অফিসার দুলাল মিয়া প্রমুখ।

বীরগঞ্জ-হিলি (দিনাজপুর) : বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন ইউএনও তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী হুমায়ুন কবির প্রমুখ।

এদিকে জেলার হাকিমপুর উপজেলাধীন হিলিতে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শুকরিয়া পারভীন। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম, হিলি পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হাবিবুর রহমান প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) : জেলার ভূঞাপুরে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, ইউএনও ঝোটন চন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, আ.লীগ নেতা মিনহাজ উদ্দিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist