পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ১০ মার্চ, ২০১৮

বেড়িবাঁধ কেটে পোল্ডারে লবণ পানি উত্তোলন

তিন সপ্তাহেও ব্যবস্থা নেয়নি কেউ

খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় চিংড়ী ঘের মালিকদের বিরুদ্ধে বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়ে লবণ পানি উত্তোলন করছেন। এতে করে ফসল হানি সহ বেড়িবাঁধ ধ্বসের ঝুঁকি তৈরি হয়েছে। এর সঙ্গে ঘের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় ইউপি সদস্য হান্নান গাজী, শহর আলী সরদার, তোহিদুজ্জামান, আব্দুল গণি সানাসহ অনেকেই ইউএনও বরাবর অভিযোগ করেন। ইউএনওর নির্দেশে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা শহিদুল্লাহ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তুতবে এই ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কার্যকরি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে স্থানীয়রা জানান। স্থানীদের সূত্রে জানা গেছে, উপজেলার গড়ইখালী ইউপির ১০নং পোল্ডারস্থ বাসাখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের তলদেশ কেটে পাইপ বসিয়ে লবণ পানি উঠিয়ে চিংড়ী চাষ করা হচ্ছে। আর এ কাজের জন্য স্থানীয় মাহফুজুর রহমান, মোস্তাফিজুর রহমান মন্টু, কোহিনুর সরদার, হাশেম গাজী, জাকির সানাসহ অনেকের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ করেছে এলাকাবাসী। অভিযোগে জানা যায়, সম্প্রতি রাতের আঁধারে বাঁধ কেটে এ পাইপ বসিয়ে ও ৩নং স্লুইজ গেটের ঢাকনা কেটে প্রভাবশালীরা পোল্ডারে লবণ পানি উত্তোলন করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist