চট্টগ্রাম ব্যুরো

  ১০ মার্চ, ২০১৮

শ্রীলংকায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আল্লামা শফির বিবৃতি

শ্রীলংকায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি। তিনি অবিলম্বে মুসলমানদের ওপর হামলা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রতিও আহ্বান জানান। গতকাল শুক্রবার সন্ধ্যায় হেফাজতে ইসলামের আমিরের প্রেস সচিব মাওলানা সরওয়ার কামাল সাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এসব তথ্য উল্লেখ করা হয়। প্রতিবাদ লিপিতে হেফাজতের আমির বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠিকে বিতাড়নের সাহস পেয়ে শ্রীলংকা থেকেও মুসলমানদের বিতাড়িত করার অপকৌশল হিসেবে জাতিগত দাঙ্গার সূত্রপাত ঘটনো হয়েছে। পূর্ব এশিয়ায় সকল অশান্তি ও বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিলে তারা যে কোন মুহুর্তে হামলা চালাবে। তখন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া চিরদিনের জন্যে বন্ধ হয়ে যাবে। সুতরাং সময় থাকতে সতর্ক হোন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist