রংপুর প্রতিনিধি

  ১০ মার্চ, ২০১৮

চাকরিবিধি লঙ্ঘণ করে ভোট যুদ্ধে প্রধান শিক্ষক

রংপুরের পীরগাছায় এক প্রাইমারী স্কুল শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফাঁকি দেওয়া ও সরকারি চাকুরিবিধি লঙ্ঘণ করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ নূরুল ইসলাম নিয়মিত স্কুল না গিয়ে ব্যাক্তিগত কাজে থাকেন ব্যস্ত। এছাড়াও চাষাবাদ ও স্থানীয় পাওটানা বাজারে নিজস্ব কাপড়ের দোকানে সময় দেওয়ায় শিশু শিক্ষার্থীর অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন। সম্প্রতি, অভিযুক্ত প্রধান শিক্ষক চাকুরি বিধি লঙ্ঘণ করে পাওটানাহাট দোকান মালিক ব্যবসায়ি সমিতির নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দি¦তা করে বিজয় হয়েছেন। যার ভোটার নং-৪৫৮, ক্রমিক নং-৩০।

এদিকে, স্থানিয়রা এ প্রতিবেদককে জানান, ব্যবসায়ি সমিতির নির্বাচনে কাপড় দোকানি মুহম্মদ নূরুল ইসলামের বিজয় হলেও পরাজিত হয়েছেন স্কুল শিক্ষক মুহম্মদ নূরুল ইসলাম। প্রধান শিক্ষক মুহম্মদ নূরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন আবু তৈয়ব সরকার নামের পাওটানাহাট দোকান মালিক ব্যাবসায়ি সমিতির ৬৭০ নং সদস্য।

এ বিষয়ে জানতে মুঠোফোনে কথা হলে অভিযুক্ত শিক্ষক মুহম্মদ নুরুল ইসলাম বলেন, সভাপতি পদে নির্বাচিত হয়েছি। সরকারি নিয়মনীতি ভঙ্গ হয়ে থাকলে ইস্তেফা দিয়ে শিক্ষকতায় নিয়োজিত থাকবো।

বিষয়টি জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist