প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৮

‘নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্যই আন্তর্জাতিক নারী দিবস’

‘সময় এখন নারীর, উন্নয়নে তারা; বদলে যাবে গ্রাম শহরের কর্ম জীবনধারা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন নারী সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্যই আন্তর্জাতিক নারী দিবস।’ প্রতিনিধিদের পাঠানো খবর :

রংপুর : রংপুর সরকারি কলেজ হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর কানিজ উম্মে নাজমা নাসরীন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শহীদ লতিফ, বিভাগীয় প্রধান প্রফেসর ড. এবিএম শাহজালাল, প্রভাষক হারুন-অর-রশীদ প্রমুখ।

গাজীপুর : বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তিনি উপাচার্য নারী সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্যই আন্তর্জাতিক নারী দিবস। সমাজ, রাষ্ট্র ও পরিবারের উন্নয়নে তিনি নারীদের অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান।

ফরিদপুর : ফরিদপুর জেলা শহরের জসীম উদ্দীন হলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, এডিসি (সার্বিক) এরাদুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী নুর হোসেন ভূঞাঁ, রুশেমা ইমাম, আইভি মাসুদ, ঝর্ণা হাসান প্রমুখ। এছাড়া, ফরিদপুর পৌরসভার উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জয়পুরহাট : জয়পুরহাটে র‌্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. শামসুল আলম দুুদু, জেলা প্রশাসক মোকাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক সুফিয়া সুলতানা প্রমুখ।

লালমনিরহাট : লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা ইউএনও জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. গফুরা বেগম রুমী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা শাপলা, জেলা কৃষি কর্মকর্তা বিধু ভূষণ রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার, জেলা আ.লীগের উপদেষ্টা আশকার আলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারি পুলিশ সুপার ( হেড কোয়ার্টার) আহসান হাবিবসহ অন্যরা। এরআগে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।

গাইবান্ধাÑসাঘাটা : গাইবান্ধায় অনুষ্ঠিত র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, এডিসি (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কৃষি সম্প্রসারন অধিদফতরের উপপরিচালক আ.কা. রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগম, রিকতু প্রসাদ, আফরুজা লুনা, মাসুদুন্নবী রিপন প্রমুখ।

এদিকে, জেলার সাঘাটা উপজেলায় র‌্যালি পরবর্তী আলোচনায় বক্তব্য দেন সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, এসকেএস ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আকতারুজ্জামান, রিকল প্রকল্পের আব্দুর রশিদ, প্রবীণ কমিটির সভাপতি সামছুল হক, স্বাস্থ্য সেবিকা রোকসানা, কিশোরী ক্লাবের আতিকা সুলতানা, কল্পনা প্রমুখ।

ঝালকাঠি : ঝালকাঠিতে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑজেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, এলজিডি উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগ সভাপতি সরদার শাহ আলম, সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।

মাদারীপুর-রাজৈর : মাদারীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, নারী নেত্রী সাহানা নাসরীন রুবি, হোমায়রা লতিফ পান্না প্রমুখ।

এদিকে জেলার রাজৈর উপজেলায় র‌্যালি পরবর্তী আলোচনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাজাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান লিতা ক্দ্দুুস, ইউএনও সোহানা নাসরিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেনদার আলি শেখ প্রমুখ।

নোয়াখালী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র‌্যালি ও কেক কাটায় উপস্থিত ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, অনুষদ সমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, ছাত্র নির্দেশনা পরিচালক, দফতর প্রধানবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বরগুনা-আমতলী : বরগুনা জেলা প্রশাসকের কার্যলয় থেকে বের হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোখলেছুর রহমান। পরে শিল্পকলা একাডেমিতে সভায় বক্তব্য দেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম-পিপিএম, সদর উপজেলা ইউএনও আনিচুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রশিদ মিয়া, এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, নাজমা বেগম, নাইমুল হাসান, আব্দুল্লা আল ফারুক, শারমিন আক্তার প্রমুখ।

অপরদিকে, জেলার আমতলীতে র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন ইউএনও সরোয়ার হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইছা, কৃষি রেডিও স্টেশন ম্যাজোর আরিফ হোসেন, আমতলী প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম বিল্লাহ প্রমুখ।

বান্দরবান : বান্দরবানে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার প্রমুখ।

পটুয়াখালী-বাউফল-কলাপাড়া : পটুয়াখালী সদর উপজেলা প্রাঙ্গণ থেকে অণির্বান সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে র‌্যালি বের করা হয়। অণির্বান পরিচালক সামসুন্নাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জাসদের সম্পাদক শম দেলোয়ার হোসেন দিলিপ, সনাক প্রতিনিধি হুমায়ুন কবির, জেলা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক জালাল আহমেদ, সাংবাদিক আতিকুল আলম সোহেল প্রমুখ।

এদিকে, জেলার বাউফলে র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, ওসি মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা, প্রেস ক্লাবের সম্পাদক অহিদুজ্জামান ডিউকসহ প্রমুখ ।

এদিকে, কলাপাড়া উপজেলা মিলানায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ইউএনও তানভীর রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার প্রমুখ।

বগুড়া-নন্দীগ্রাম-ধুনট-শেরপুর : বগুড়া শহরের র‌্যালি শেষে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা শাহারুল ইসলাম প্রমুখ।

এদিকে জেলার নন্দীগ্রামে দিবসটি উপলক্ষে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন, নন্দীগ্রাম-কাহালু আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। উপস্থিত ছিলেন ইউএনও শারমিন আখতার, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, থানার ওসি (তদন্ত) পিএন সরকার, নির্বাচন অফিসার আশরাফ আলী, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা বেগম প্রমুখ।

অপরদিকে জেলার ধুনট উপজেলা চত্ত্বরে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, ইউএনও রাজিয়া সুলতানা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, থানার ওসি খান মোহাম্মদ এরফান প্রমুখ।

এছাড়া, জেলার শেরপুর উপজেলায় মেলার উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপস্থিত ছিলেন ইউএনও সিরাজুল ইসলাম, শেরপুর পৌর মেয়র আব্দুস সাত্তার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবর রহমান, ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি গৌর দাস রায় চৌধুরী, সহসভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাবেক সম্পাদক আলহাজ্ব শাহ জামাল সিরাজী, কৃষি কর্মকর্তা সারমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল প্রমুখ।

দিনাজপুরÑবীরগঞ্জ-হিলি : দিনাজপুর জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) দিনাজপুর জেলার উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংস্থার জেলা সহসভাপতি অ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যাড. ইন্দ্রোজিৎ রায় অনিক, অ্যাড. হেলাল হোসেন, অ্যাড. ছন্দা রানী দাস, অ্যাড. সাহিমা সুলতানা প্রমুখ। এছাড়া ওয়ার্ল্ড ভিশন, পল্লী শ্রী ও পামডো’র বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন’র অর্থায়নে জেলা শহরে র‌্যালি বের করা হয়।

এদিকে জেলার বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়, প্রকৌশলী হাসান ফিরোজ, থানার ওসি আবু আক্কাছ আহম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই সরকার, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা সরোয়ার মুর্শিদ প্রমুখ।

এছাড়া জেলার হাকিমপুর উপজেলা শহীদ মিনার চত্বরে ইউএনও শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধূরী, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর প্রমুখ। এর আগে পরিষদ চত্বরে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল। মেলায় ৮টি স্টল অংশগ্রহন করেন।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে র‌্যালি শেষে জেলা ক্রীড়া সংস্থা মাঠে উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (যুগ্ম-সচিব) রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, এডিসি (সার্বিক) আশরাফুল ইসলাম, সদর ইউএনও আমিন আল পারভেজ, ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।

পঞ্চগড়Ñবোদা : পঞ্চগড় জেলা প্রশাসককের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম, এডিসি (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুখসানা মমতাজ, আরডিআরএস বাংলাদেশ’র কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) হাসিনা পারভীন প্রমুখ।

এদিকে, বোদা উপজেলায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও সৈয়দ মাহমুদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম মরিয়ম খানম, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মানব কল্যাণ পরিষদের জেলা সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ।

বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হালিমা খাতুন, ডিন প্রফেসর ড. শাহজাহান, আইন অনুষদের ডিন আবদুল কুদ্দুস মিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ঈশিতা রায়, সহকারী অধ্যাপক শামীমা নাসরিন, প্রভাষক সাবিনা ইয়াসমিন, জয়নব বিনতে হোসেন প্রমুখ।

গবি : সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) এবং গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বিত আয়োজনে র‌্যালি পরবর্তী সেমিনারে বক্তব্য দেনÑবিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভিন বানু, রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, ভাষা ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মনসুর মুসা, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক মানস চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সদস্য সন্ধ্যা রায়, সমন্বয়ক মঞ্জুরুল কাদির প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরাবৃন্দ উপস্থিত ছিলেন।

বেরোবি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের আয়োজনে র‌্যালি শেষে সেমিনারে বক্তব্য দেন উপাচার্য প্র্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, আয়োজক বিভাগের, সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর, বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন, জনসংযোগ-তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়াডিনা প্রমুখ।

বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় মানবন্ধন ও আলোচনা সভায় বক্তব্য দেন গড়গড়ি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, ইউপি সচিব উজ্জল হোসেন, দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এমাদুল হক, সাংবাদিক লালন উদ্দীন, ব্র্যাক ওয়াশ প্রোগামের কর্মকর্তা শারমিন খাতুন, সমাজ সেবক সনৎ কুমার, জিল্লুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রুনা প্রমুখ।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে র‌্যালি শেষে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুরাইয়া জেসমিন বিউটি, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আঃ সামাদ পান্না, ইউএনও আঃ মান্নান, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক জুলফিকার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর) : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ইউএনও আমিনুল ইসলাম, এসিল্যান্ড মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, কাউন্সিলর শিরিন আক্তার প্রমুখ।

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে স্বাস্থ্য প্রজনন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী অ্যাড. সুফিয়া আক্তার হেলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, পৌর কাউন্সিলর ইসরাত জাহান ডলি, ইউপি সদস্য বিউটি কৈরী, শিক্ষক ইমদাদুল হক প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া ক্যাথলিক খ্রিস্টান ধর্মপল্লীর নারীরা র‌্যালি, প্রার্থনা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, ফাদার বিকাশ হিউবার্ট রীবেরু, মমতা কস্তা, খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর কমিটির সম্পাদক পরিমল গমেজ প্রমুখ।

ভূঞাপুরÑনাগরপুর-দেলদুয়ারÑসখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূূঞাপুর উপজেলায় নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল হালিম। উপস্থিত ছিলেন ইউএনও ঝোটন চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম তরফদার বাদল, কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, নারী কল্যাণ কর্মকর্তা কনিকা মল্লিক, ভূঞাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম-সম্পাদক ইব্রাহীম ভুঁইয়া প্রমুখ।

এদিকে, জেলার নাগরপুরে ইউএনও আসমা শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরীন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিয়াছমিন আক্তার, কৃষি অফিসার বিএম রাশেদুল আলম প্রমুখ।

এছাড়া, টাঙ্গাইলের দেলদুয়ারে ইউএনও সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, ভূমি কর্মকর্তা আকতারুননেছা, আ.লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সম্পাদক এম শিবলী সাদিক, সদর ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু প্রমুখ।

এদিকে, জেলার সখীপুরে ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়া, নির্বাচন কর্মকর্তা নজরুর ইসলাম খান, সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম মিয়া, অফিসার্স ক্লাবের সম্পাদক আবদুস সুবহান প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ইউএনও আক্তার উননেছা শিউলী, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ তাজিয়া, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দীন, যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ, মৎস্য অফিসার এসএম আলাউদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার জাফর রানা, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, নারী নেত্রী মুর্শিদা খাতুন, সফুরা খাতুন প্রমুখ।

হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা অডিটরিয়ামে ইউএনও কাজী আরেফীন রেজওয়ানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, নিগার সুলতানা চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মালা বড়াল প্রমুখ।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জনিয়ার সফিকুল ইসলাম, ইউএনও মোহাম্মদ মাসুম, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম, ভাইস চেয়ারসম্যান মোছেনা বেগম, আ.লীগ নেতা জহির চৌধুরী শাহান, জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, প্রেস ক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, শিক্ষিকা কাউছার বেগম প্রমুখ। সভা শেষে প্রশিক্ষনপ্রাপ্ত ১০ দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন ও ক্ষুদ্র ঋনের চেক প্রদান করা হয়।

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে নারী দিবসের আলোচনায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, ইউএনও সোনিয়া বিনতে তাবিব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, এমপির সহধর্মিনী পারভিন সুলতানা বিউটি, উপজেলা চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান মিঞা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারী দিবসের র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুঁইয়া, তারাব পৌর মেয়র ও জেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী হাসিনা গাজী, ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলার রূপসী এলাকার র‌্যালিতে অংশ নেন শিলা রানী পাল, ফেরদৌসী আক্তার রিয়া, সেলিনা আক্তার রিতা, কাউন্সিলর লায়লা পারভীন, আসমা বেগম, জোসনা বেগম, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার, সচিব তাজুল ইসলাম প্রমুখ।

রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ইউএনও শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সাদেকুর রহমান সবুজ, ওসি (তদন্ত) লুৎফর রহমান, শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেস ক্লাব সভাপতি বশির আহম্মেদ মোল্লা প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, নির্বাচন কর্মকর্তা ফারহানা বিলকিস, নারী নেত্রী রোকসানা খাতুন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist