সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০১৮

যমুনা সার-কারখানায় পুনরায় ভোট আজ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। ব্যালট পেপারে ত্রুটির অভিযোগে গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ বুধবার সকাল থেকে পূনরায় ভোট গ্রহণ করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও ফিরোজ আল মামুন জানান, ব্যালট পেপারে ত্রুটির অভিযোগ এনে নির্বাচনের জাহিদ-মতি পরিষদ (চাকা প্রতীক) আপত্তি জানালে এ সিদ্ধান্ত হয়। তবে আজ বুধবার সকাল থেকে নতুন ব্যালট পেপারে পুণরায় ভোটগ্রহণ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার কোহিনুর রহমান বলেন, সিবিএ’র নির্বাচনে শ্রমিকলীগ সমর্থিত রবিউল-শাহজাহান পরিষদে (ছাতা প্রতীক) ১১টি পদের পূর্ণাঙ্গ প্যানেল ও জাহিদ-মতি (চাকা) পরিষদে ৬টি পদে এবং শ্রমিক পার্টি থেকে মহিউদ্দিন (আনারস) সভাপতি পদে এককভাবে নির্বাচন করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist