বাগেরহাট প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০১৮

বাগেরহাটে প্রতারণার অভিযোগে ইউপি সদস্যের কারাদণ্ড

বাগেরহাটে প্রতারনার অভিযোগে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ সেতারা বেগম ওরফে নাজমা শিকদারকে ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় প্রদান করেন। রায়ে নাজমা শিকদারকে ৬ মাসের সাজা ও ২ লক্ষ ৬০ হাজার টাকা প্রদানের নির্দেশ দেয়া হয়। রায় ঘোষনার সময় নাজমা শিকদার আদালতে উপস্থিত ছিলেন না।

এ মামলার বাদি পক্ষের আইনজিবি সাহা অসিম কুমার ও মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়, কচুয়া উপজেলার বক্তারকাঠি গ্রামের মৃত ফজলু শিকদারের মেয়ে আসামী সেতারা বেগম একই এলাকার আমজাদ হোসেন শেখের ছেলে মোঃ চাঁন শেখ ওরফে ইদ্রিস আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী করার জন্য ইট, বালী, রড, সিমেন্ট বাকীতে ক্রয় করেন। এসময়ে সেতারা বেগম চাঁনকে বাংলাদেশ কৃষি ব্যাংক বাধাল বাজার শাখার ২ লক্ষ ৬০ হাজার টাকার একটি চেক দেন। পরে ওই টাকা দিতে অস্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক মোঃ চাঁন শেখ ওরফে ইদ্রিস আলী বাদী হয়ে আদালতে মামলা করেন। আসামী সেতারা বর্তমানে পলাতক রয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist