ময়মনসিংহ প্রতিনিধি

  ০৫ মার্চ, ২০১৮

জমে উঠেছে ময়মনসিংহ শিল্প ও বাণিজ্য মেলা

ময়মনসিংহ জেলা সদরের কাচারী ঘাট বালুর চরে প্রতি বছরের ন্যায় গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় শিল্প ও বানিজ্য মেলা। এবারো মেলাটি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে এবং দেশজ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে দর্শ দের কাছে আকর্ষনীয় হয়ে উঠছে।

মেলায় অন্তত ১০০টি স্টল অংশ নেয়। উল্লেখ্য যে, মেলাটি সম্পূর্ণভাবে অশ্লীলতা, জুয়া ও হাউজি মুক্ত। এছাড়া পুলিশ নিরাপত্তা সহ পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতাধীন। মেলায় দেশজ উৎপাদিত শাড়ি, কসমেটিক্স, তৈজসপত্র, শিশুদের খেলার সামগ্রী, খাদ্যদ্রব্যসহ শিশুদের বিভিন্ন রাইড আয়োজন করা হয়। মেলাটি মধ্য মার্চ পর্যন্ত চলবে। সরেজমিনে দেখা যায়, দূরদূরান্ত থেকে মেলাটি দেখার জন্য লোক সমাগম হচ্ছে। গত দুইদিনে স্টলের সংখ্যা আর ১০টি বেড়েছে। মেলাটি উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র একরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist