প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ মার্চ, ২০১৮

চবিতে আজ কর্মবিরতি

‘জাফর ইকবালের ওপর হামলা করে মুক্তচিন্তা রোধ করা যাবে না’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালকে হত্যা চেষ্টার প্রতিবাদে গতকাল

রোববার ঠাকুরগাঁও, মেহেরপুর, পিরোজপুর এবং রাজশাহী, চট্টগ্রাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

ঠাকুরগাঁও : গতকাল সকালে শহরের চৌরাস্তা মোড়ে ঠাকুরগাঁওয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে মহিলা পরিষদ। এ মানববন্ধনে মহিলা পরিষদের নেতৃবৃন্দ,

বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের কর্মী, সাংবাদিক, শিক্ষক, সাধারণ নাগরিক অংশ নেন।

মানববন্ধনে চলাকালে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আইরিন পারভীন লুনা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মো. হোসেন শান্তি, উদীচী শিল্পগোষ্ঠীর সহ সভাপতি রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

কুবি : কুমিল্লা বিশ^বিদ্যালয়ে (কুবি) কাঁঠাল তলায় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে মানববন্ধন হয়েছে। এতে মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘জাফর ইকবাল একজন ক্ষণজন্মা ব্যক্তি, তিনি বাংলাদেশের সম্পদ। তার উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

মেহেরপুর : মেহেরপুর জেলা প্রেসক্লাবে অনুষ্টিত এক সভায় জাফর ইকবালের ওপর হামলাকে মুক্ত চিন্তাকে রোধের চেষ্টা উল্লেখ করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় দাবি জানানো হয়। ক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইয়াদুল, সাংবাদিক মাহবুব চান্দু, দিলরুবা খাতুন প্রমুখ।

চবি : বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে চবি শিক্ষক সমিতি। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা বলেন, ‘অতীতের সকল মুক্তমনা লেখকদের ওপর হামলার উল্লেখযোগ্য কোন বিচার হয় নি। এ হামলার সুষ্ঠু বিচারের দাবি জানাই।’ সমাবেশে সকল শিক্ষকসহ সাংবাদিক সমিতি, ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট সংহতি প্রকাশ করেছে। আগামীকাল বেলা এগারোটা পর্যন্ত শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

পিরোজপুর : পিরোজপুর প্রেসক্লাবের মানববন্ধন করেছে অর্ধশত সাংবাদিক। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক সফিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক শিরিনা আফরোজ প্রমুখ।

রাবি : রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ঘটনায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ, বিক্ষোভ মিছিল করেছে।

গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হামলাকারীদের বিচারের আওতায় আনা দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

গৌরিপুর (ময়মনসিংহ) : হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখা। শহরের কৃষ্ণচূড়া চত্বরে এ মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গাইবান্ধা : গাইবান্ধায় ট্রাফিক মোড়ে প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল নীলাভ প্রমূখ বক্তব্য রাখেন।

ইবি : বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের উদ্যোগে বিশ^বিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপ উপাচার্য শাহিনুর রহমান, প্রক্টর মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক জয়শ্রী সেন প্রমুখ।

গবি : হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। গতকাল রোববার বিকালে গবিসাস কার্যালয়ে গবিসাসের সভাপতি রিফাত মেহেদী ও সাধারণ সম্পাদক মু্ন্িন আক্তার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করেন।

এ ঘটনার তীব্র সমালোচনা করে তারা বলেন, জনপ্রিয় ড. জাফর ইকবালের উপর হামলা ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে করে পুরো জাতির শিক্ষকসমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist