বগুড়া প্রতিনিধি

  ০১ মার্চ, ২০১৮

কৃষি বাতায়নে এখন বগুড়ার লক্ষাধিক কৃষক

ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্লাটফরম কৃষি বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবা বগুড়ায় উদ্বোধন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনের পর গতকাল বুধবার দুপুরে বগুড়ায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মতিয়ার রহমান।

তিনি জানান, কৃষকের দ্বোরগোড়ায় দ্রæত ও আরও সহজে কার্যকরী কৃষি সেবা প্রদান করতে কৃষি বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবা চালু করা হয়েছে। বাতায়নে চলতি কৃষি ও ফসল, দেশজ কৃষি, সাফল্যগাঁথা, এখনকার করণীয়, ছবি ও ভিডিও গ্যালারী ও আগামীর কৃষি ইত্যাদির মাধ্যমে সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। নিত্য নতুন প্রযুক্তি নির্ভর কৃষিকে কৃষকের দোরগোড়ায় পৌছনোর লক্ষ্যে এই বাতায়ন চালু হয়েছে। তিনি আরো জানান কৃষি বাতায়নে তালিকায়ভুক্ত যেকোন কৃষক তার ফোন থেকে ৩৩৩১ এ কল করে কৃষি বিষয়ক যেকোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে।

কৃষক ও কৃষি সম্প্রসারণ কর্মীদের মাঝে নিরবিচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য কৃষি পরামর্শ প্রদানের উত্তম মাধ্যম হিসেবে কৃষক বন্ধু ফোন সেবা চালু হচ্ছে। কৃষকের প্রশ্নের উত্তর প্রদানের জন্য সারাদেশে ১৫ হাজার কৃষি সম্প্রসারন কর্মী প্রস্তুত রয়েছে। বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা মিলে বগুড়া অঞ্চলে প্রায় ১৭ লাখ কৃষক রয়েছে। এর মধ্যে ৫ লাখ কৃষক কৃষি বাতায়নে অন্তর্ভূক্ত হয়েছে। আর বগুড়ার সাত লাখ কৃষকের মধ্যে লক্ষাধিক কৃষক এই বাতায়নে অর্ন্তভূক্ত রয়েছে। পর্যায়ক্রমে সবাই অন্তর্ভূক্ত হবে।

সংবাদ সম্মেলনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়, জেলার সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist