খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

  ০১ মার্চ, ২০১৮

বেহাল খানসামার জিয়া সেতু পার্কটি

দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে জিয়া সেতুর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি মনোরম পার্ক তৈরি করা হয়েছিল। উপজেলার সাধারণ মানুষসহ বাইরের উপজেলার অনেক ভ্রমণ পিপাসু দর্শণার্থী প্রতি বছর ধর্মীয় ও বিভিন্ন পর্বে জিয়া সেতুটিতে আসেন। ফলশ্রæতিতে এ পরিনত হয়েছে বিনোদনের কেন্দ্রে ।

জিয়া সেতুর পার্কটি দীর্ঘকাল অযতেœ অবহেলায় পড়ে আছে। এ পার্কটি দেখভালের যেন কেউ নেই। সরজমিনে ঘুরে দেখা যায়, এই জিয়া সেতুটি এ উপজেলার এক মাত্র বিনোদন কেন্দ্র। আর সেতুর এ পাড়ে একটি পার্ক রয়েছে। পার্কটির প্রাচীরের উপরের ভারি একাধিক গ্রিল ছিল। এখন তা নেই, বেষ্টনি প্রাচীর ভেঙে ফেলেছে।

পার্কে বিশ্রাম নিচ্ছিলেন ভ্যানচালক রফিকুল ইসলাম। তিনি প্রতিদিনের সংবাদকে বলেন, পার্কটি কোনো সরকারি লোক দেখছেন না। পার্কটি অবহেলায় আর অযতেœ পড়ে আছে। সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। উপজেলার ১নং আলোকঝাড়ির চেয়্যারম্যান এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমাদের সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রী মহোদয় বরাবরে বিষয়টি অবগত করেছি। জিয়া সেতু পার্কটি মেরামত করার জন্য। পার্কটি দুরাবস্থার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল ইসলাম প্রতিদিনের সংবাদকে বলেন, ‘কর্তৃক্ষের দৃষ্টিতে আছে। আমরা মন্ত্রী মহোদয়ের দৃষ্টি গোচর করেছি। আশা রাখি বেহাল পার্কটি দৃষ্টি নন্দন ও মানসম্পন্ন করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist