গাইবান্ধা প্রতিনিধি

  ০১ মার্চ, ২০১৮

পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় ভারত কর্তৃক তিস্তার পানি এক তরফা প্রত্যাহার ও আন্তঃনদী সংযোগ খাল নির্মাণ করে ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কবর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ১নং ট্রাফিক মোড়ে সমাবেশে বক্তব্য দেনÑবাসদ জেলা আহŸায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ। বক্তারা বলেন, নদী মাতৃক বাংলাদেশের প্রায় সকল নদীই ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের ফলে শুকিয়ে যাচ্ছে। ভারত আন্তর্জাতিক নিয়মনীতি লংঘন করে পানি তুলে নিচ্ছে। বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও ক্রমাগত মরুকরণের দিকে যাচ্ছে দেশ। এদিকে চালসহ নিত্যপণের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist