প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই স্কুলছাত্রী

দেশের পৃথক দুইটি উপজেলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে দুই স্কুল ছাত্রী রক্ষা পেয়েছে। গতকাল শুক্রবার বাল্যবিবাহ বন্ধের এ ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার হস্তক্ষেপে জান্নাতুল ফেরদৌস নামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের মিজি বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন ইউএনও।

জানা গেছে, বয়স বাড়িয়ে ভ‚য়া জন্ম সনদ তৈরি করে জান্নাতুল ফেরদৌসের বিয়ে ঠিক করে তার বাবা মনজুর আলম মিজি। খবর পেয়ে ইউএনও থানার এসআই শাহেদ হোসাইনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। জান্নাতুলের বাবা-মায়ের কাছ থেকে নেওয়া হয় মুচলেকাও। শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষ পেয়েছে স্কুল ছাত্রী লিখা মনি (১৪)। সে বালুর চর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাণীশিমুল গ্রামের মন্টু মিয়ার মেয়ে লিখা মনির সাথে শ্রীবরদী সদর ইউনিয়নের বাকসাবাইদ গ্রামের হানিফ উদ্দিনের ছেলে হারুন মিয়া’র বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও’র নির্দেশনায় ইউনিসেফ বাংলাদেশ’র উপজেলা কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার গিয়ে মেয়ের বাবা-মায়ের সাথে বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন। মেয়ের বাবা মন্টু মিয়া নিজের ভূল বুঝতে পেরে বিয়ে ভেঙ্গে দেন। ইউএনও সেঁজুতি ধর জানান, বাল্য বিয়ের খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও ইউনিসেফ কর্মীদের পাঠিয়েছিলাম। তারা বাল্য বিবাহটি বন্ধ করতে সক্ষম হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist