আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

তালতলীর শারিকখালী ইউপি নির্বাচন

তৃণমূলের ভোটে প্রার্থী বাছাই

বরগুনার তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়নের ভোট গ্রহণ আগামী ২৯ মার্চ। এ নিয়ে কেন্দ্রের চাহিদা মোতাবেক চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য এখানে হয়ে গেল ভোটের আগে ভোট।

সরেজমিনে জানা গেছে, ২২ ফেব্রæয়ারি বৃহস্পতিবার রাতে মনোনায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি সভা। পরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেতে আগ্রহী এমন চারজন সম্ভাব্য প্রার্থীর মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগএর সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে প্রাপ্ত ভোটে উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. মোশারেফ হোসেন বিশ্বাস এক ভোটের ব্যবধানে প্রথম, শারিকখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন তালুকদার দ্বিতীয়, শারিকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. জাকির হোসেন বাবুল তৃতীয় এবং সাবেক কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শারিকখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবুল বশার বাদশা তালুকদার চতুর্থ হয়েছেন।

তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. রেজবী-উল-কবির জোমাদ্দার বলেন, কেন্দ্রের চাহিদা মোতাবেক চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রথম তিনজনের নাম দেওয়া হবে জেলায়। পরে তারা সেখান থেকে সব ধরনের যাছাই-বাছাই শেষে কেন্দ্র নাম পাঠাবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নব-গঠিত তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ইউপি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ আগামী ১ মার্চ, প্রার্থীতা বাছাই ৪ মার্চ, প্রার্থীতা প্রতাহার ১২ মার্চ, প্রতীক বরাদ্ধ ১৩ মার্চ, ভোট গ্রহণ ২৯ মার্চ। নতুন ইউনিয়ন গঠিত হওয়ার পর এ নির্বাচন হচ্ছে শারিকখালী ইউনিয়ন পরিষদের দ্বিতীয় মেয়াদের নির্বাচন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist