প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, গত বুধবার একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, সকালে প্রভাতফেরী, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন। প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ ক্যম্পাসের শহীদ মিনারে পৌর কলেজ, আইডিয়েল রেসিডেন্সিয়াল স্কুল, তিতাস আবৃত্তি সংগঠনসহ ১৫টি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ, উপাধ্যক্ষ আসমা বানু, শিক্ষক পরিষদ সম্পাদক মাসুম মিয়া, একুশে উদযাপন পরিষদ আহবায়ক সাইফুর রহমান মামুন, আইডিয়েল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড এন্ড কলেজ অধ্যক্ষ সোপানুল ইসলাম, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল প্রমুখ।

এদিকে নবীনগর উপজেলায় চেতনায় ৭১ আবৃত্তি সংগঠনের অনুষ্ঠানে জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. শিবশংকর দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ আলমগীর, প্রাক্তন অধ্যক্ষ নজির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন নসু, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, প্রেস ক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, প্রতিদিনের সংবাদ’র জেলা প্রতিনিধি মনির হোসেন প্রমুখ।

সিরাজগঞ্জ-শাহজাদপুর-তাড়াস-রায়গঞ্জ : জেলা আ.লীগের দলীয় কার্যালয়ে আ.লীগ সভাপতি আলহাজ¦ আব্দুল লতিফ বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ.লীগের সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য (সংরক্ষিত) সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক কামারুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, উপপরিচালক স্থানীয় সরকার সিরাজগঞ্জ আবু নূর মোহাম্মাদ সামসুজ্জামান প্রমুখ।

এদিকে জেলার শাহজাদপুরে প্রভাত ফেরিসহ সকল অন্যান্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও শেহেলী লায়লা, পৌর মেয়র নাসির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, থানার ওসি খাজা গোলাম কিবরিয়া, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, প্রভাষক নাছিমা জামান প্রমুখ।

এছাড়া তাড়াশ প্রেসক্লাব চত্বরে এক কবিতা পাঠের আসরে উপস্থিত ছিলেন-তাড়াস প্রেস ক্লাব সভাপতি সনাতন দাশ, সম্পাদক সাহেদ খান, কলামিস্ট ও কবি সৈয়দ শুকুর মাহমুদ। কবিতা পাঠ করেন-আব্দুর রাজ্জাক রাজু, এম রহমত উল্লাহ, রাজিব এক্কা রাজ, আব্দুল লতিফ সরকার, গোপাল চন্দ্র সরকার, জয়নুল আবেদীন জয়, সাবিনা ইয়াসমিন বিনু প্রমুখ।

এদিকে রায়গঞ্জে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন-ইউএনও ইকবাল আখতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সম্পাদক শরিফুল আলম, পৌর আ.লীগের সভাপতি বাবুল আখতার, সম্পাদক রায়হান সরকার, রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম, আবু ইউসুফ জাকারিয়া প্রমুখ।

ফরিদপুর-মধুখালী: ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন- জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবার, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, জেলা আ.লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সোনালী ব্যাংক ডিপুটি জেনারেল ম্যানেজার সামছুল হক, বক্তার হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।

প্রভাত ফেরি শেষে উপজেলা মাল্টিমারপাস হলে ভারপ্রাপ্ত ইউএনও মনজুর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-সহযোগি অধ্যাপক বাসার আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী থানার ওসি মিজানুর রহমান, সাংবাদিক বিপ্লব চৌধুরী প্রমুখ।

ঝালকাঠি-কালীগঞ্জ: ঝালকাঠির অনির্বাণ সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি জয়ন্ত সাহা, সুজন’র জেলা সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর হোসেন, জেলা সিপিবির সম্পাদক প্রশান্ত দাস হরি প্রমুখ।

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজরেগাছি গ্রামের কৃষাণ-কৃষাণীদের ফ্রি রক্তের গ্রæপ নির্ণয়, ডায়াবেটিসের সুগারের লেবেল নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করে কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশন।

পাবনা : শহীদদের প্রতি হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে যায় জেলার প্রত্যেকটি শহীদ মিনারের বেঁদী। ভোর থেকেই জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। পাবনা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ব্যানার নিয়ে প্রভাত ফেরীতে অংশ নেন।

রাজবাড়ী-পাংশা: রাজবাড়ীতে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক শওকত আলী রাজবাড়ীর শহীদ খুশী রেলওয়ে ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। অপরদিকে রাজবাড়ী জেলা আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলার পাংশা উপজেলায় পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ মন্ডল, আ.লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরোজ, ইউএনও রফিকুল ইসলাম, ওসি মোফাজ্জেল হোসেন, পৌর মেয়র আব্দুল মাসুদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী খান, বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্ডল, পাংশা প্রেস ক্লাবের আহবায়ক এসএম রাসেল কবিরসহ অন্যান্যরা।

বাউফল-দুমকি-পবিপ্রবি-কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন-সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপিসহ উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, আ.লীগ, মুক্তিযোদ্ধা, বাউফল প্রেসক্লাব, সাংবাদিক এক্য পরিষদ, পৌরসভা, পুলিশ, বিএনপি, জাতীয় পাটি, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জেলার দুমকি উপজেলা অডিটরিয়াম কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান শাহজাহান সিকদার, ভাইস চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির বাদশা, ইউএনও রায়হান আহম্মেদ, জেলা পরিষদ সদস্য সৈয়দ ফজলুল হক, অধ্যক্ষ এনায়েতুর রহমান প্রমুখ।

এছাড়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আলোচনায় উপস্থিত ছিলেন-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুনর রশীদ, প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর ড. ফজলুল হক, ড. আবুল কাসেম চৌধুরী, আ.ক.ম মোস্তফা জামান, স্বদেশ চন্দ্র সামন্ত প্রমুখ।

এদিকে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহাবুবুর রহমান তালুকদার এমপি, স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পিরোজপুর : পিরোজপুর তেজদাসকাঠী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রভাষক সুশান্ত কুমার ভৌমিক, গভার্নিং বডির সদস্য শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, দিলিপ কুমার মিস্ত্রী, শিউলী খানম, শ্যামল কৃষ্ণ সরকার, প্রভাষক সুমন চন্দ্র দাস, দেব জ্যোতি কুন্ডু, সিদ্দিকা বেগম, সুদেব কুমার বেপারী, বাদশা মিয়া, হাফিজা খানম প্রমুখ।

মাদারীপুর : জেলার সরকারি নাজিমউদ্দি বিশ^বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন-জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সরোয়ার হোসেন, জেলা আইনজীবি সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন।

গাইবান্ধা-গোবিন্দগঞ্জ: গাইবান্ধা পৌর শহীদ মিনারে প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে পৌর পার্কে শহীদ মিনার চত্বরে আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর মেয়র ও আ.লীগের সম্পাদক আতাউর রহমান সরকার, ইউএনও শীলাব্রত কর্মকার প্রমুখ।

রাজশাহী : মুক্তিযোদ্ধা কমান্ড জেলা ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রুয়েট), রাজশাহী কলেজ, রাজশাহী প্রেস ক্লাব, ডেসটিনি সোস্যাল মিডিয়া গ্রীন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী জেলা যুবলীগ, জেলা জাতীয় পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাসদ, ন্যাপ, জাতীয় ছাত্র সমাজ, মুক্তিযোদ্ধা ক্লাব, মহানগর জাতীয় সংহতি, রাসিক কর্মচারী ইউনিয়ন, গণপূর্ত অধিদফতর কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নের্তৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

নরসিংদী : নরসিংদী স্টেডিয়াম সংলগ্ন চত্বরে স্থাপিত শহীদ মিনারে পর্যায়ক্রমে নরসিংদীর জেলা প্রশাসনের পক্ষে ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে তাঁর এপিএস মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূঞা, পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোরশেদ শাহরিয়ার, সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। এছাড়া, নরসিংদী জেলার ৬টি উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে ।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার বারখাদিয়া গ্রামে প্রার্থনা সংঘের উদ্যোগে কর্মসূচিতে উপস্থিত ছিলেন-প্রার্থনা সংঘের সভাপতি সুুবাস ভক্ত, সহসভাপতি বিষ্ণুপদ বিশ্বাস, সম্পাদক পলাশ কুমার দে, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার ভৌমিক, অধ্যক্ষ জীবানন্দ কির্তনীয়া, কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, মহাদেব ভক্ত প্রমুখ।

নোয়াখালী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আলোচনা সভায় বক্তব্য দেন-উপাচার্য প্রফেরসর ড. এম অহিদুজ্জামান, উপউপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ আল মামুন, রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক, কর্মকর্তা পরিষদের সভাপতি ডা. মোখলেস উজ জামান প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পক্ষে পুস্পস্তবক অপর্ণ করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, ইউএনও সাইফুল ইসলাম, ওসি রফিকুল ইসলাম, ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ তাইফুর কবীর, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, আবু আক্তার খান বুলু, অধ্যাপক আব্দুল বারী প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন-স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, ইউএনও শিহাব রায়হান, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল, আ.লীগের সম্পাদক মামুনুর রশিদ, পৌর আ.লীগের সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, এনায়েত করিম তোকি প্রমুখ।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ ই আলম বাচ্চু ও ইউএনও কামরুজ্জামান’র নেতৃত্বে প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভূমি) আলমগীর হুসাইন, থানার ওসি রাশেদুল আলম, ওসি (তদন্ত) আলমগীর কবির, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।

রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজান উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, ইউএনও শামীম হোসেন রেজা, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ, সম্পাদক সৈয়দ আবদুল জব্বার হোসেল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী প্রমুখ।

সরিষাবাড়ী-মাদারগঞ্জ (জামারপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন-ইউএনও সাইফুল ইসলাম, সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান, ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, জেলা আ.লীগের উপদফতর সম্পাদক অ্যাড. জহুরুল ইসলাম মানিক, বনিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। এদিকে জামালপুরের মাদারগঞ্জে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন মুন্নী, এএসপি সামিউল আলম পিপিএম, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, বিআরডিবির চেয়ারম্যান অরুন কুমার সাহা, জেলা পরিষদ সদস্য দৌলত জামান দুলাল প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, কবি আফরোজা কণা, শিল্পী রিতা, আফসানা হক ইমু, সাইদা ইসলাম প্রাপ্তি প্রমুখ।

অপরদিকে, সোনারগাঁয়ে জন প্রতিনিধি ঐক্য ফোরামের সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে সোনারগাঁ উপজেলা পরিষদ এলাকায় একটি শোক র‌্যালি বের করা হয়।

মাধবদী (নরসিংদী) : মাধবদী শহর আ.লীগের সভাপতি আলহাজ¦ সালাউদ্দিন আহম্মেদ, সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে আ.লীগের নেতৃত্ববৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ সময় অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, মাধবদী প্রেস ক্লাব ও মাধবদী পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে ইউএনও মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞা, আ.লীগের সভাপতি মতি শিউলী, সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসা আব্দুর রব, থানার ওসি এসকে আব্দুল্লা আল সাইদ প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে শহীদ মিনার চত্বওে ইউএনও রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, আ.লীগের সম্পাদক আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুর রহমান প্রমুখ।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লীরা তরফদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অ্যাড. মোসলেম উদ্দিন এমপি, পৌর মেয়র গোলাম কিবরিয়া, ওসি শেখ কবিরুল ইসলাম, অ্যাড. শামছুল হুদা, অ্যাড. ইমদাদুল হক সেলিম, জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান শামছুল হক, হারুন অর রশিদ প্রমুখ।

সরিষাবাড়ী (জামারপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান- ইউএনও সাইফুল ইসলাম, সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান, ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, জেলা আ.লীগের উপদফতর সম্পাদক অ্যাড. জহুরুল ইসলাম মানিক, বনিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : একুশের প্রথম প্রহরে সান্তাহার ডাক বাংলোর শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-বগুড়া জেলা পরিষদের সদস্য আলহাজ্ব এসএম জাহিদুর বারী, সান্তাহার পৌর প্যানেল মেয়র জার্জিস আলম রতন প্রমুখ।

পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন-জাতীয় সাংবাদিক সোসাইটি গাজীপুর জেলা সভাপতি আমির হোসেন, সম্পাদক আব্দুর রহমান আরমান, সহসভাপতি আশরাফুল আলম আইয়ুব, কোষাধ্যক্ষ হাসান মামুন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রফিক সরকার, সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল, সাংবাদিক ওমর আলী মোল্লা প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. শেখ মো. নূরুল হক, ইউএনও ফকরুল হাসান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist