মেহেরপুর প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

খবর প্রকাশের পর

সেই তরিকুলের জরিমানা

নোংরা পরিবেশ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় মেহেরপুরের গাংনীর রবিউল ইসলাম মেমোরিয়াল ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মো. সজিব উদ্দীন সঙ্গে ছিলেন।

প্রতিষ্ঠানটির মালিক তরিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিদিনের সংবাদে গত ১৭ ফেব্রুয়ারি ‘ডায়াগনস্টিকের অনুমোদন নিয়ে চলছে নার্সিং প্রশিক্ষণ ও হাসপাতাল’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এরপর রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল এবং প্যারামেডিক্যাল ও নার্সিং প্রশিক্ষণ প্রকল্প নামের সাইনবোর্ড দুটি সরিয়ে ফেলেন। তবে অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টারটিতেও নোংরা পরিবেশ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছিলেন ওই তরিকুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist