নড়াইল প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

লাখো প্রদীপ প্রজ্বালনে ভাষাশহীদদের স্মরণ

প্রতি বছরের মত এবারও লাখো মোমবাতি জ্বেলে শহরের কুরিরডোব মাঠে ভাষা শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী। গত বুধবার সন্ধ্যায় নড়াইল শহরের কুরিরডোব মাঠে ও ব্যতিক্রমী এ আয়োজনের উদ্বোধন করেন একুশের আলোর আহ্বায়ক প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুন্সি হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, একুশের আলোর সদস্য সচিব নাট্যকার কচি খন্দকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, ওমর ফারুক প্রমুখ।

‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রæয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসংগীত শুরু হয়। ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে ভাষা দিবসের ৬৭তম বার্ষিকীতে ৬৭টি ফানুস উড়ানো হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কুরিরডোব মাঠে লাখো মোমবাতি একসাথে জ্বলে ওঠে। মোমবাতি প্রজ্জলনে চার হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করে। ছয় একরের বিশাল মাঠে শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা, বিভিন্ন পাখি, ফুল ও ফল, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয়। নান্দনিক এ অনুষ্ঠানটি প্রায় ২০ হাজার দর্শক উপভোগ করেন।

১৯৯৮ সালের ২১ ফেব্রæয়ারি নড়াইলে একুশের আলোর আয়োজনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি শুরু হয়। এ আয়োজন সফল করতে একমাস পূর্ব থেকে সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিকেরা কাজ শুরু করে। তিন শতাধিক পুলিশ ও স্বেচ্ছাসেবক মাঠের চারপাশে নিরাপত্তা রক্ষা করেন। স্কয়ারগ্রুপ এ অনুষ্ঠানের আর্থিক সহায়তা করে। মাছরাঙ্গা টেলিভিশন এ অনুষ্ঠানটি সরাসরি প্রচার করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist