প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

তিন জেলায় চলছে বইমেলা

দেশের পৃথক তিনটি স্থানে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এসব মেলার উদ্বোধন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

মাগুরা : মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব খন্দকার আজিম আহম্মেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুখসানা রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑঅতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মুক্তিযোদ্ধা ও জেলা আ.লীগের সহসভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু প্রমুখ। মেলায় মোট ২৬টি স্টল স্থাপিত হয়েছে।

কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা। কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেনÑইউএনও চৌ. মো. গোলাম রাব্বী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ভাটেরা কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক মঈনুল ইসলাম শামীম, কবি গোলাম কবীর প্রমুখ।

চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্থানীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী মেলার উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের ও ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী। এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মেলায় ২০টি ষ্টল অংশ নিচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist