শাবিপ্রবি প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

শিক্ষার্থীকে নগ্ন করে শাবিপ্রবিতে র‌্যাগিং!

আপত্তিকর ছবি ফেসবুকে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয়জন নবীন শিক্ষার্থীকে অর্ধনগ্ন করে রাতভর র‌্যাগিং, শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতনের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন তপোবন আবাসিক এলাকার ‘তপাদার ভিলা’ নামক একটি মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীরা সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১৭-১৮ সেশনে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত একই বিভাগের ২০১৬-১৭ সেশনের ১৯ জন ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ না পেলেও তদন্ত স্বাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ শাস্তি দেবেন বলে জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গত বৃহস্পতিবার পরিচয়ের নামে ঐ মেসে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত আটকে রেখে র‌্যাগিংয়ের নামে তাদেরকে চরম শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তাদের নগ্ন করে বাথরুমে সেলফি তুলে আর্ট পেপার দিয়ে মোড়ানো নিজেদের ছবি ফেসবুক গ্রুপে পোস্ট করতে বাধ্য করে সিনিয়র শিক্ষার্থীরা। আবার বিষয়টি চেপে রাখতে তাদেরকে বিভিন্ন ধরণের হুমকি দিয়েছেন অভিযুক্তরা। এমনকি বিষয়টি কাউকে জানালে তাদের শিক্ষা জীবন হুমকির মুখে ঠেলে দেওয়া হবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এখন তারা বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগপত্র দিতেও ভয় পাচ্ছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন,‘বিষয়টি হালকা করে দেখার সুয়োগ নেই। আমরা তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আর যারা হুমকি দিয়েছেন তারা বিশ্ববিদ্যালয় আইনের আওতার বাইরে নয়।’

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় জড়িতদের লিস্ট আমরা সংগ্রহ করছি। র‌্যাগিংয়ের সাথে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। বিশ্ববিদ্যালয় র‌্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist