চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

মাদক কারবারের অভিযোগ

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দাবিতে মানববন্ধন : সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহীদ হোসেন টিপুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসি। গতকাল সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সরকারি কলেজ মোড়ের বঙ্গবন্ধু মঞ্চে ‘সদর উপজেলাবাসী’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, এলাকায় মাদক ব্যবসার মূল ব্যক্তি হচ্ছে চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহীদ হোসেন টিপু। এলাকায় ‘ল্যাংড়া টিপু’ ও ‘ইয়াবা টিপু’ নামেই অধিক পরিচিত তিনি। টিপুকে গ্রেফতার করে শাস্তি প্রদান ও তার সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান বক্তারা। এতে বক্তব্য দেন- জেলা কৃষকলীগের আহ্বায়ক মুসফিকুর রহমান টিটো, আ.লীগের রানীহাটি ইউপি সম্পাদক ভিখারুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আখতকারুল ইসলাম প্রমুখ। এ দিকে জেলা সদর পৌর এলাকার বটতলাহাট থেকে ৩৩৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আশরাফুল ইসলাম ওরফে শুকুদ্দিকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুর ২টার দিকে এক সহযোগিসহ তাকে আটক করা হয়। আশরাফুল ইসলাম চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য এবং শুকনাপাড়ার মৃত সলেমান ম-লের ছেলে। তার সহযোগি ইসারুল ইসলাম বাবু, একই ইউনিয়নের বালিকগ্রামের মৃত ওসমান আলীর ছেলে। র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বটতলাহাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৩৫০ পিস ইয়াবাসহ আশরাফুল ও ইসারুলকে আটক করে। তারা দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে র‌্যাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist