নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০১৮

নবীনগরে ভুয়া ডাক্তার গ্রেফতার, ১৮ মাসের জেল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম রাকিব নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে। গতকাল শুক্রবার উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে অলিউর রহমান হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান আটক রাকিবুলকে ১৮ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের কারাদ-ের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাকিবুল ইসলাম রাকিব হোমনা উপজেলার নিলখী গ্রামের মোজ্জাফর আহম্মেদের ছেলে।

সহকারী কমিশনার জানান, রাকিবুল এসএসসি পাস না করেও ২০০৮ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট হাসপাতালসহ ফার্মেসিগুলোতে চেম্বার খুলে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে এ পেশা চালিয়ে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। স্থানীয় অলিউর রহমান জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক অলিউর রহমান বলেন, ‘গত সপ্তাহে ওই ডাক্তার আমার হাসপাতালে আসে। ডাক্তারি সকল কাগজপত্র তার সাথে না থাকায় শুক্রবার সন্দেহ হলে প্রশাসনকে অবহিত করি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান বলেন, ‘রাকিবুল দেশের বিভিন্ন এলাকায় ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist