নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০১৮

খোলা আকাশের নিচে শতাধিক শিক্ষার্থীর পাঠদান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের একমাত্র ভবনটি পরিত্যাক্ত ঘোষণার অর্ধযুগে কোন নতুন ভবন তৈরী না হওয়ার খোলা আকাশ ও ঝুকিপূণ ভবনের বারান্দায় পাঠদান করছেন শতাধিক শিক্ষার্থী। ফলে বৃষ্টি বা গ্রীষ্মকালের প্রচন্ড খরাতে বাধ্য হয়ে শিক্ষকরা স্কুল ছুটি দিয়ে দিতে হয়। বারবার কর্তৃপক্ষকে অবগত করেও কোন কাজ হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের বারান্দার পলেস্তারা ও স্কুলের ছাঁদ থেকে খসে পড়ছে ইট-বালু-সুড়কি। উপর থেকে শুকরি ও পলেস্তারা পড়ে স্কুলে শিক্ষার্থীও আহত হয়েছে। ভয়ে আতংকে কোনোমতে ক্লাস নেয়া হচ্ছে বারান্দায়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, পলেস্তারা ও শুকরি পড়ার কারনে আমরা স্কুলের প্রাঙ্গনে খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়। বৃষ্টি ও খরাতে স্কুল ছুটি হয়ে যায়। প্রধান শিক্ষক মো: কানু মিয়া ও ম্যানিজিং কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, কর্তৃপক্ষকে বারবার অবগত করার পরও কাজ না হওয়ায় আমরা বারান্দা ও খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছি। সামান্য বৃষ্টি ও খরা এলে স্কুল ছুটি দিয়ে দিতে হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম বলেন, আমরা ঝুঁকিপূণ স্কুলগুলোর ভবন বরাদ্ধের জন্য মন্ত্রনালয়ে আবেদন পাঠিয়েছি। বরাদ্ধ পেলেই ভবন দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist