বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০১৮

মজুরি কমিশন ঘোষণার দাবিতে বদরগঞ্জে বিক্ষোভ

রংপুরের বদরগঞ্জে জাতীয় মজুরি কমিশন ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শনিবার দুপুরে শ্যামপুর সুগার মিলের দেড় শতাধিক শ্রমিক-কর্মচারি ওই বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ শেষে তারা স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় সুগার মিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. খতিবর রহমান, সম্পাদক শাহজাহান সরকার ডাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও শ্রমিক নেতা বুলু আমীন নেতৃত্ব দেন।

এ সময় তারা সর্বনিম্ন ৮ হাজার ৭৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫০০ টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে তা বাস্তবায়নের দাবি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা এবং সংস্থাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারিগণ সরকার ঘোষিত অষ্টম জাতীয় পে-স্কেলে বেতন, ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের শ্রমিক ও কর্মচারিরা কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist