প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০১৮

জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ

আমিষে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়

‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধি বাংলাদেশ’ শ্লোগানে সারাদেশে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ দিবস পালিত হয়েছে। এতে আমিষে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

মেহেরপুর : জেলা প্রাণি সম্পদ চত্বর থেকে পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালি ও পরে প্রাণি সম্পদ কর্মকর্তা আজিজ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑজেলা প্রশাসক পরিমল সিংহ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আক্তারুজ্জামান, এনএসআই’র ডিডি মফিজুর রহমান, জেলা আ.লীগের সম্পাদক এমএ খালেক, ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক জহির রায়হান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

নওগাঁ : র‌্যালি শেষে জেলা প্রানীসম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑস্থানীয় সংসদ সদস্য বীর মুুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

নাটোর : নাটোরে শোভাযাত্রা শেষে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঁঞা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑসদর উপজেলা ইউএনও জেসমিন আক্তার বানু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সেলিম উদ্দিন, জজ কোর্টের পিপি অ্যাড. সিরাজুল ইসলাম প্রমুখ।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফরহাদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑজেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ড.আব্দুর রাজ্জাক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. একেএম নাজমুল হক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মৎস কর্মকর্তা নুরতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার, ড. মারুফা আক্তার, ড. নাজনীন ফাতেমা, ড. পার্বতী পাল, ড. মনির হোসেন প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মলয় কুমার শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ, দুমকি উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মাসুদ, প্রাণি সম্পদ অধিদফতর ঢকার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. প্রদ্রীপ কুমার কর্মকার, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলমগীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. তারিকুজ্জামান মনি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, ডা. সোহেল রানা, ডা. হাবিবুর রহমান, ভ্যাটানারী সার্জন ডা. রুহুল কুদ্দুস প্রমুখ।

ঝিনাইদহ : শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑজেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা. কানিজ হোসেন জাহান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, সরকারি ভেটেরিনারী কলেজের প্রাধ্যক্ষ ড. অমলেন্দু কুমার ঘোষ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার প্রমুখ।

ভোলা : র‌্যালি শেষে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেনÑজেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, প্রাণি সম্পদ কর্মকর্তা আলহাজ্ব ডা. মোহাম্মদ আলমগীর, কোস্ট গার্ড দক্ষিন জোনাল কমান্ডার মোশায়েদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, স্থানীয় সরকার উপপরিচালক মাহমুদুর রহমান, ভোলা সদর উপজেলা ইউএনও মৃধা মো. মোজাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ। পরে, ভোলার সফল দুই খামারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ।

বাগেরহাট : জেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের এমপি অ্যাড. মীর শওকাত আলী বাদশা, সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মন্ডল, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার শাহরিয়ার মুক্ত, বিআরডিবি সদর উপজেলার চেয়ারম্যান সরদার শুকুর আহমেদ, মহিষ প্রজনন খামারের ব্যবস্থাপক ডা. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. খান শাহিদুজ্জামান।

নেত্রকোনা : নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাকের সভাপতিত্বে এবং ভ্যাটেনারী সার্জন ডা. রিজভী আহমেদের পরিচালনায় খামারী সমাবেশে বক্তব্য দেনÑঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ তাহেরা আইরীন, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, কৃষি কর্মকর্তা সাবিনা আক্তার, ভ্যাটেনারী ফিল্ড এসিস্টেন্ট আবদুস সাত্তার, খামারী আনোয়ারুল ইসলাম, নূর হোসেন, মাহবুব আলম প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : পাংশা উপজেলায় র‌্যালিতে উপস্থিত ছিলেনÑসহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনওশেখ রাশেদউরজ্জামান, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ মন্ডল, ভাইস চেয়ারম্যান সাহিদা আহম্মাদ, কৃষি কর্মকর্তা জেসমিন আক্তার, পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি একেএম শাফিকুল মোরশেদ আরোজ, পৌর মেয়র মাসুদ বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, খামারী কুতুব উদ্দিন প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেনÑসহকারী কমিশনার (ভূমি) আব্দুর রাফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বেগম রুপা, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, কৃষি সম্প্রসারন অফিসার দিলরুবা ইয়াছমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বেলাল হোসেন, লাইভস্টোক এক্সটেনশন অফিসার ডা. ফারজানা রাব্বী, ভিএফএ গোলাম রব্বানী, আবু সাঈদ প্রমুখ।

দোহার (ঢাকা) : ঢাকার দোহার উপজেলায় র‌্যালি শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একেএম মিজানুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেনÑউপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা মৎস কর্মকর্তা এবি এম জাকারিয়া, কৃষি কর্মকর্ত আরিফুল ইসলাম প্রমুখ।

সিংড়া (নাটোর) : সিংড়া উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, ইউএনও সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑউপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, প্রাণিসম্পদ অফিসার ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, শিক্ষা অফিসার আমজাদ হোসেন,সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ।

জীবননগর (চুয়াডাঙ্গা) : র‌্যালি শেষে ইউএনও সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑজীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, জীবননগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম আর বাবু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, মহিলা বিষায়ক কর্মকর্তা রুমানা প্রমুখ ।

পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় র‌্যালি শেষে ইউএনও ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও কৃষক সমাবেশে উপস্থিত ছিলেনÑউপজেলা চেয়ারম্যান অ্যাড. স ম বাবর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহিদ ইকবাল, সমন্বয়কারী আসমাউল হুসনা, পাইকগাছা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কেএম তৈয়েব আলী প্রমুখ।

কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑইউএনও মনিরা পারভিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এ.এস.এম আতিকুজ্জামান, ভাইস চেয়ারম্যন আলহাজ্ব আরাফাত হোসেন, কৃষি কর্মকর্তা মহসীন আলী, নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, ব্রাক কর্মকর্তা শিপলু, আকবর হোসেন, স্বপন কুমার প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দফতরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও জিলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেনÑউপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ দাশ, সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ প্রমুখ।

কয়রা (খুলনা) : কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শিমুল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑউপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন, ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ অফিসার ডা. আব্দুল কুদ্দুস, কয়রা প্রেস ক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, প্রাণি সম্পদ অফিসের অখিল চন্দ্র ঢালী, সুধাংশু কুমার মন্ডল, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবি পতিত পর্বন, নুর মোহাম্মাদ, শফিকুল ইসলাম, খামার ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুল গনি, রবিউল ইসলাম প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শফিউল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেনÑউপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, জান্নাতুল ফেরদৌস লিপি, নির্বাচন অফিসার আশরাফ আলী, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : র‌্যালি শেষে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেনÑইউএনও এডব্লিউএম রায়হান শাহ, সাবেক এমপি ও জেলা আ.লীগ সিনিয়র সহসভাপতি ইমদাদুল হক, উপজেলা আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি একরামুল হক, পৌর মেয়র কশিরুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ।

চরভদ্রাসন (ফরিদপুর) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় র‌্যালি ও আলোচনায় উপস্থিত ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, ইউএনও কামরুন নাহার, মৎস অফিসার মালীক তানভীর হেসেন, কৃষি অফিসার জাহিদুল ইসলাম বিশ্বাস, প্রানিসম্পদ অফিসার দিবস রঞ্জন বাকচী প্রমুখ।

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে শোভাযাত্রা শেষে ইউএনও সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑস্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সম্পাদক মফিজ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তালেব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, খাদ্য কর্মকর্তা মোহাজের হোসেন প্রমুখ।

মুক্তাগাছা (ময়নসিংহ) : উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑউপজেলা চেয়ারম্যান জাকারিয়া হরুন, সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুজ্জামান সেলিম, কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাজিমুল ইসলাম প্রমুখ।

খানসামা (দিনাজপুর) : দিনাজপুরের খানসামায় র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑউপজেলা চেয়্যারম্যান শহিদুজ্জামান শাহ, ডেপুটি কিউরেটর (রংপুর চিরিয়াখানা) ডা. মো. জসিম উদ্দিন, ইউএনও সোলেমান আলী, উপজেলা আ.লীগ সম্পাদক সফিউল আযম চৌধুরী, সহসভাপতি সাইফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গল র‌্যালি ও খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেনÑউপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি এম এ মনির, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, কৃষি কর্মকর্তা মোনালিসা ইয়াসমিন সুইটি, পোল্ট্রি বিজনেস এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে র‌্যালি শেষে প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑউপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ইউএনও এলিশ শরমিন, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) মইন উদ্দিন খন্দকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল আহাদ, ভ্যাটেনারি সার্জন ডা. তানজিলা ফেরদৌসী, থানার ওসি বদরুল আলম খান, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জ উপজেলায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন-ইউএনও আমিনুল ইসলাম, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. এনায়েত করিম, ভেটেরিনারী সার্জন ডা. বিল্লাল হোসেন, উপজেলা আ.লীগের সহসভাপতি এসএম রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল তালুকদার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist