আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০১৮

‘দৈনিক স্বপ্নছোঁয়া লটারি’র ফাঁদে হাজারো মানুষ

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বগুড়ার আদমদীঘি উপজেলার আদমদীঘি ও সান্তাহারে ‘দৈনিক স্বপ্নছোঁয়া র‌্যাফেল ড্র’ নামে জুয়ার ফাঁদে পড়ে হাজার হাজার মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।আয়োজকরা প্রতিদিন হাতিয়ে নিচ্ছে প্রায় অর্ধকোটি টাকা। ভুক্তভোগীরা অবিলম্বে এ জুয়া বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সান্তাহার রেলওয়ে টিকিট ঘরের দক্ষিণে হোটেল মাসুসিতার ম্যানেজার ভুক্তভোগী সোহেল রানা বলেন, ‘আমি গত বছরেও লটারি কিনেছি, এবছরেও প্রত্যেক দিন ১০টি করে লটারি কেটেছি কিন্তু এ যাবত কিছু পাইনি এবং আশপাশের কাউকে পেতে দেখিনি। লটারি কিনে শুধু লস হয়েছে তাই আর কিনছি না।

জানা গেছে, বগুড়ার পার্শ্ববর্তী নওগাঁ জেলায় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় শুরু হওয়া ‘দৈনিক স্বপ্নছোঁয়া র‌্যাফেল ড্র’ এর আয়োজন করা হয়। তখন ডিসিএস নামের একটি ডিসের সিডি চ্যানেলে এ লটারি খেলাটি প্রচার করায় জনগণের মাঝে বিশ্বাস সৃষ্টি হয়। এতে জনগণের মাঝে ব্যাপকহারে সৃষ্ট বিশ্বাসকে পুঁজি করে ‘দৈনিক স্বপ্নছোঁয়া র‌্যাফেল ড্র’ নামে এই জুয়াটি চালিয়ে গত বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে আয়োজকরা। তারা প্রচুর পরিমানে লাভবান হওয়ায় ২০১৭ সালে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় আবারো যোগ দেয় ‘দৈনিক স্বপ্নছোঁয়া র‌্যাফেল ড্র’ নামের এই জুয়ার ফাঁদটি। বিগত দিনে এই ফাঁদে পড়ে অনেকেই সর্বশান্ত হওয়ায় এবার জনগণ অনেকটা সচেতন হয়েছে। ফলে নওগাঁতে শুরু হওয়া এই জুয়াকে প্রতিহত করেছে জনগণ। নওগাঁর শিল্প ও বাণিজ্য মেলায় ঠাঁই না পাওয়ায় যোগ দেয় রাণীনগর উপজেলার বেলঘরিয়া আনন্দ মেলায় ।

বর্তমানে এ মেলায় ‘দৈনিক স্বপ্নছোঁয়া র‌্যাফেল ড্র’ নামের জুয়াটি স্থান পেয়েছে। মানুষকে ফাঁদে ফেলতে শুরু থেকেই দিচ্ছে আকর্ষনীয় বিভিন্ন ধরনের পুরষ্কার। এজন্য লটারি নামক এই জুয়ার ফাঁদ থেকে বাদ পড়ছে না শিশু, কিশোর, যুবক, যুবতীসহ বৃদ্ধরাও। সান্তাহার পৌর শহরে ও আদমদীঘিতে সকাল হলেই দেখা মিলে লটারির গাড়ি। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন প্রতিদিন। টিকিট বিক্রি বৃদ্ধি পাওয়ায় আয়োজকরা পুরস্কারের সংখ্যা দিন দিন বাড়িয়ে দিচ্ছে। সর্বশেষ গতকাল বুধবার মোটরসাইকেল, পাওয়ার টিলার, ষাড় গরু, এলইডি, ফ্রিজ, সোনার গহনা, মোবাইল ফোনসহ ৭১টি পুরস্কার প্রদানের ঘোষণা দেয়। লোভনীয় পুরস্কার পেতে এদিন সকাল থেকে সান্তাহার ও আদমদীঘির বিভিন্ন স্থানে জনগণ টিকিট সংগ্রহ করতে হুমকি খেয়ে পড়েন। কেউ কেউ ১০০টি টিকিট সংগ্রহ করেন বলেও জানা গেছে।

‘দৈনিক স্বপ্নছোঁয়া র‌্যাফেল ড্র’ কর্তৃপক্ষের পক্ষ থেকে আওয়াল হোসেনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমাদের খেলাটি স্বচ্ছ, তাছাড়া আমরা সবার সঙ্গে সু-সম্পর্ক রেখেই খেলাটি পরিচালনা করছি।’

জানা গেছে, সান্তাহার জংশন শহর, আদমদীঘি উপজেলা সদর, ছাতিয়ানগ্রাম বাজার, মুরইল ও নসরতপুর বাজার, কুন্দুগ্রাম ও চাঁপাপুর বাজারসহ বিভিন্ন স্পটে এ লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। শুধু এই উপজেলায় প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ লাখ টিকিট। প্রতিদিন শতাধিক মিনি ট্রাক, সিএনজি অটো রিকশা, চার্জারভ্যান ও অটোবাইক দিয়ে প্রতিটি ২০ টাকা মূল্যে টিকিট বিক্রি করছে মাইক দিয়ে হেঁকে। লটারি নামক এই জুয়ারটি বন্ধ হলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ততা থেকে রক্ষা পাবে। তাছাড়া কেউ কেউ প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করবে বলেও জানা গেছে। বর্তমানে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান বলেন, ‘লটারি নামক জুয়াটি আইনত দ-নীয় অপরাধ। তবে দৈনিক স্বপ্নছোঁয়া র‌্যাফেল ড্রটি নওগাঁর রানীণগরে হওয়ায় বন্ধের নির্দেশ দেয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়টি নওগাঁর প্রশাসন দেখবেন। তবে আদমদীঘি ও সান্তাহারে মাইকিং করে টিকিট বিক্রি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist