খুলনা প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৮

খুলনার পাটকল শ্রমিকদের লালপতাকা মিছিল

খুলনার রাষ্ট্রায়ত্ত ৮ পাটকল শ্রমিকদের কর্মবিরতির ১৯তম দিনে মহানগরীব্যাপী লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা স্ব স্ব মিলে গেটের সামনে অবস্থান নেয়। পরে সকাল ১১টায় খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার পাটকলের গেটের সামনে থেকে শ্রমিকরা লাল পতাকা হাতে ট্রাক যোগে বিক্ষোভ মিছিল করে। এসময় শ্রমিকরা পাট প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবি জনান।

লালপতাকা মিছিল পূর্ব গেট সভায় বক্তৃতা করেন আন্দোন কমিটির কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন, জাকির হোসেন, সহ সিবিএ নন সিবিএ নেতারা।

উল্লেখ্য, বকেয়া মজুরি প্রদানের দাবিতে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর থেকে রাষ্ট্রায়ত্ত ৮টি পাটকলের উৎপাদন বন্ধ রেখেছেন শ্রমিকরা। মিলগুলোতে ৫ থেকে ১২ সপ্তাহের মজুরি বাবদ ২৫ হাজার শ্রমিকের পাওনা রয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist