বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০১৮

বালিয়াডাঙ্গীতে ৩৭৯ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের ও উপজেলা পরিষদ শিক্ষাবৃত্তি-২০১৭-এর শিক্ষাবৃত্তি ৪ ক্যাটাগরিতে ৩৭৯ জন শিক্ষার্থীর মাঝে ৪ লক্ষ ৬৭ হাজার ৪শ টাকা বিতরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। বিতরণের সময় বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সামশুল হক, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম। জানা গেছে, গত ১৬ নভেম্বর ২০১৭ইং তারিখে -উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনের ওয়েব সাইট এবং পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষাবৃত্তির আহবান করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ৪ ক্যাটাগরীতে সরাসরি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সর্বমোট ২৩০৪ জন শিক্ষার্থী আবেদন করে। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা শিক্ষাবৃত্তি যাচাই-বাছাই কমিটি ২৩০৪ জন শিক্ষার্থীদের মধ্য হতে ৩৭৯ জনকে নির্ধারণ করেছে। ‘ক-ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে ১৯৪ জন পাবে ১ হাজার হারে টাকা হারে, খ-ক্যাটাগরীতে ৯ম থেকে ১০ম শ্রেণিতে ১০৫ জন পাবে ১ হাজার ২শ টাকা হারে, গ-ক্যাটাগরীতে একাদশ থেকে দ্বাদশ শ্রেণি ৫০ জন পাবে ১ হাজার ৫শ টাকা হারে এবং ঘ-ক্যাটাগরীতে স্নাতক (পাস)/সম্মান/স্নাতকোত্তরে ৩০ জন পাবে ২ হাজার টাকা হারে মোট ৪ লক্ষ ৬৭ হাজার ৪শ টাকা।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আ. মান্নান বলেন, শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ এবং অভিভাবকদের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist