প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ জানুয়ারি, ২০১৮

জাতীয়করণ দাবিতে সারা দেশে শিক্ষকদের মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি

শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ ১১ দফা দাবিতে সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমাদের প্রতিনিধির পাঠানো খবর-

ফরিদপুর : সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি। পরে দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহম্মদ জয়নুল আবেদিন, মোহাম্মদ আবু জাফর শেখ, রেজা উদ্দিন আহমেদ, মো. জাহিদুর রহমান, শফিউদ্দিন মোল্যা, নাছিমা আহমেদ, ওহিদুর রহমান, দেলোয়ার হোসেন, মুজিবুর রহমান, মহিউদ্দিন, সাইদুর রহমান ও কামাল উদ্দীন মৃধা প্রমুখ।

বাগেরহাট : ৯টি শিক্ষক-কর্মচারী সংগঠন যৌথভাবে সকালে বাগেরহাটে মানবন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাগেরহাট জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রম কমিটির সভাপতি শেখ আ. মান্নান, সমন্বয়কারী মুকুন্দ দাস, মো. আ. আলীম, আনসার আলী আকন, আলী আহমেদ গাজী, অবনী মোহন বসু, সরদার জালাল উদ্দিন, হুমায়ুন কবির ও হরিচাঁদ বিশ^াস প্রমুখ।

লালমনিরহাট : দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মিশন মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. খুর্শিদুজ্জামান আহমেদ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও সহ সভাপতি খায়রুজ্জামান মন্ডল প্রমুখ।

ঝালকাঠি : বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন ঝালকাঠি শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক মুহাম্মদ সামছুল হক, তোফাজ্জাল হোসেন, আবুল বাসার বাদশা ও বেলায়েত হোসেন প্রমুখ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সকাল সাড়ে দশটায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন এবং স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি উল্লাপাড়া শাখার সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে মানববন্ধনকালে বক্তব্য দেন- সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য মুক্তিযাদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক মো. মিজানুর রহমান, গৌর কুমার ঘোষ প্রমুখ।

পটুয়াখালী : বেলা ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে অন্তত তিন সহ¯্রাধিক শিক্ষক-শিক্ষিকা কর্মসূচি পালন করেন। এছাড়াও আন্দোলনকারীরা আগামী ২৮ জানুয়ারী পর্যন্ত লাগামী নানা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন। পটুয়াখালী একেএম কলেজের প্রফেসর ও শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারীর আব্দুস সালাম এ কর্মসূচির সভাপতিত্ব করেন।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা শিক্ষক সমিতি ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সমাবেশে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মাহে আলম কেন্দ্রীয় শিক্ষক নেতা ফরিদ আহম্মেদ, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি হাসান মো. নাসির উদ্দিন, টুঙ্গিপাড়া শিক্ষক সমিতির সম্পাদক মো. আক্রামুজ্জামান প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে মানববন্ধন, বিক্ষোভ ও স্বারক লিপি প্রদান করা হয়েছে। সকাল ১১টায় শহরের পায়রা চত্তরে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের আহবায়ক মো. মহিউদ্দীন। বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জয়া রাণী চন্দ, সুব্রত কুমার মল্লিক, আব্দুল মোমিন, ইউছুফ আলী, আব্দুল্লা আল মামুন প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের চতুরঙ্গ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি বি.এম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশীদ সরকার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist