মামুন আহম্মেদ, বাগেরহাট

  ১৫ জানুয়ারি, ২০১৮

খানাখন্দে ভরা যাত্রাপুর-বারুইপাড়া সড়কে দুর্ভোগ চরমে

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ও বারুইপাড়া ইউনিয়নের সংযোগ সড়কটি এখন খানাখন্দে ভরা। বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) আওতায় এ সড়কটি নির্মিত হয়।

জানা গেছে, যাত্রাপুর বাজার থেকে বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় এ সড়কটিতে রয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সড়কটির অধিকাংশ অংশ থেকে পিচ উঠে গেছে। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই স্থানীয় এলাকাবাসীসহ জনপ্রতিনিধিরা দ্রুত গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। সরোজমিনে গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা বারুইপাড়া কার্তিক দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা ইনতাজ উদ্দিন শেখের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন খনাখন্দে ভরা এ সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কোন সংস্কার কাজ করা হয়নি। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গত শনিবার রাতেও একটি অটোরিকশা গর্তে পড়ে উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে রাস্তাটি সংস্কারের জন্য বলছি তারপরও কোন কাজ হচ্ছে না। নসিমন চালক জব্বার শেখ বলেন, প্রায় প্রতিদিনই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। রাস্তাটির খানাখন্দের কারণে ছোটখাট দুর্ঘটনার শিকার হতে হয়। কখনো আবার গর্তে পড়ে গাড়িরও ক্ষতি হয়। বারুইপাড়া ইউনিয়নের কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ সহর আলী বলেন, ইউনিয়রবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম গুরুত্বপূর্ণ এ সড়কটির প্রায় ৬ কিলোমিটার খানাখন্দে ভরা। আমি এলাকাবাসির পক্ষে এ সড়কটির সংস্কার কাজ করার জন্য বাগেরহাট-২ আসনের এমপি, সদর উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে ধন্য দিয়েও কোন প্রতিকার পায়নি। দ্রুত এ রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে বারুইপাড়া ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন মোড়ল বলেন, স্থানীয় এলাকাবাসি গুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতের জন্য আমাকে একাধিকবার জানিয়েছেন। আমিও বিষয়টি সংশ্লিষ্ট দফতরসহ বাগেরহাট সদর আসনের এমপি মহাদয়কে অবহিত করেছি। তারা আমাকে আশ^াস দিয়েছেন। আশা করছি দ্রুত এ সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে। এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী মানিক হোসেন বলেন, সড়কটির সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। আশা করছি এ বছরেই এ সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist