হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০১৮

হিলি স্থলবন্দরে দ্বিগুণ রাজস্ব আদায়

দেশের দ্বিতীয় বৃহত্তর দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস হাউসে ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম ৬ মাসের লক্ষ মাত্রার চেয়ে ৪৬ কোটি ১৭ লাখ টাকার বাড়তি রাজস্ব আদায় হয়েছে।

এ ধারা অব্যহত থাকলে চলতি বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে দ্বিগুণ রাজস্ব আদায় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমদানি বাড়ায় রাজস্ব আদায় বেড়েছে বলে জানিয়েছে এ বন্দরের ব্যবসায়ীরা। হিলি কস্টমস সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে ১৯০ কোটি টাকা। আর প্রথম ছয় মাসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৬ কোটি ৭৮ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯২ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ প্রথম ছয় মাসের লক্ষমাত্রার চেয়ে ৪৬ কোটি ১৭ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ১২ লাখ, এর বিপরীতে আদায় হয়েছে ২৬ কোটি ২৬ লাখ ৫১ হাজার টাকা। আগস্টে ৬ কোটি ১১ লাখ টাকার বিপরীতে ১২ কোটি ৭৫ লাখ ২৯ হাজার টাকা। সেপ্টেম্বরে ৭ কোটি ৬৬ লাখ টাকার বিপরীতে ৬ কোটি ৭৯ লাখ ২২ হাজার টাকা। অক্টোবর মাসে ১০ কোটি ৫৮ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ১১ কোটি ৮৭ লাখ ২২ হাজার টাকা। নভেম্বর মাসে ৮ কোটি ১৫ লাখ টাকার বিপরীতে ১৯ কোটি ৪৬ লাখ টাকা এবং ডিসেম্বর মাসে ১০ কোটি ১২ লাখ টাকার বিপরীতে ১৬ কোটি ৪৭ লাখ টাকা আদায় হয়েছে। হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, এ বন্দর দিয়ে চাল আমদানি বেশি হওয়ায় রাজস্ব আদায় বেড়ে গেছে। এ ছাড়াও বন্দরের রাস্তাগুলো প্রশস্ত হলে আমদানি আরো বাড়বে বলে তিনি জানান।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার মশিয়ার রহমান মন্ডল জানান, ব্যবসায়ীদের কোন রকম হয়রানি না করে দ্রুত পণ্য ছাড়করণ করায় অন্য বন্দরের ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে ব্যবসায় ঝুঁকে পড়েছে। ফলে লক্ষমাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি আরো গতিশীল করতে ভারত হিলি কাস্টমস কর্তৃপক্ষের সাথে নিয়মিত বৈঠক করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist