লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০১৮

৩ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

‘লেটস সিনেমা’ স্লোগানে লক্ষ্মীপুরে প্রথমবারের মতো তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’ ও সামাজিক সংগঠন ‘শূন্য’র আয়োজনে স্থানীয় টাউন হল মিলনায়তনে ভিডিও কনফারেন্সে মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন অভিনেতা ও আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার। এ সময় স্থানীয় অতিথিরা উৎসবের লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, নারী নেত্রী ফরিদা ইয়াসমীন লিকা, অ্যাড. সেলিনা আক্তার, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিক, জেলা আ’লীগ নেতা আবদুল মতলব, উৎসব পরিচালক জিসান মাহাদি প্রমুখ।

জানা গেছে, উৎসবে সর্বমোট ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতাদের সঙ্গে বাংলাদেশি তরুণ নির্মাতারাও অংশ নেবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist