বাকৃবি প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০১৮

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন ১৭ জানুয়ারি

দুদলের প্যানেল ঘোষণা

বেশ কিছু বিষয়ে দু’দলের মধ্যে সমঝোতা হওয়ায় দুই বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান নির্বাচন কমিশনার জানান। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২টি প্যানেলে আওয়ামীপন্থি ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এবং বিএনপি ও জামায়াতপন্থি ‘সোনালী দল’ অংশগ্রহণ করছে। গত সোমবার বিকালে দু’দল তাদের প্যানেল ঘোষণা করেছে। জানা গেছে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেলে সভাপতি পদে প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এএস মাহফুজুল বারি এবং সহসভাপতি পদে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ, কোষাধ্যক্ষ পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী, সাধারণ সম্পাদক পদে কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক পদে ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. রায়হানুল ইসলাম এবং সদস্য পদে অধ্যাপক ড. মোবারক আকতার, ইয়াহিয়া খন্দকার, অধ্যাপক ড. খান সাইফুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. আলমগীর হোসেন-২, অধ্যাপক ড. গোপাল দাস, অধ্যাপক ড. জাকির হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল প্যানেল থেকে সভাপতি পদে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গোলাম রাব্বানী, সহসভাপতি পদে ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. সামছুল আলম, কোষাধ্যক্ষ পদে ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক পদে ডেয়রি বিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী এবং সদস্য পদে অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, অধ্যাপক ড. হাম্মাদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, অধ্যাপক ড. হুমায়ূন কবির, অধ্যাপক ড. ইলিয়াস হোসেন ও অধ্যাপক ড. শাহেদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist