কুবি প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভোটাধিকারের রিট হাইকোর্টে খারিজ

নিয়মবির্হভূতভাবে শিক্ষকদের বেতনের টাকা কেটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার নামে অর্থ আত্মসাতের প্রচেষ্টার অভিযোগে সম্প্রতি ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও ড. দুলাল চন্দ্র নন্দীর সদস্য পদ স্থগিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে শিক্ষক সমিতির আসন্ন ১১ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য কার্যনির্বাহী পরিষদ-২০১৮ এর নির্বাচনে ঐ দুই শিক্ষকের নাম ভোটার তালিকায় রাখেনি শিক্ষক সমিতির নির্বাচন কমিশন। এতে ভোটাধিকার চেয়ে গত ৮ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে গতকাল মঙ্গলবার শুনানি শেষে তাদের পিটিশন খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ খারিজাদেশ দেন। শিক্ষক সমিতির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোতাহের হোসেন সাজু জানান, রিটকারীদের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কেটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার কথা বলে অর্থ আর্তসাতের চেষ্টার অভিযোগ ছিল।

শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের বলেন, ‘তারা অন্যায় করেছেন। গতকাল মঙ্গলবার হাইকোর্টের খারিজাদেশে এটা প্রমাণিত হলো যে তারা দুর্নীতি করেছেন এবং শিক্ষক সমিতি সঠিক পথেই রয়েছে।’

রীট আবেদনকারী শিক্ষকদের একজন ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন বলেন, ‘আমাদের আইনজীবী বলেছেন যেহেতু নির্বাচন সন্নিকটে আপনাদের আরও আগে আসা উচিত ছিল। সরকারী বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো নিজেরা বসে সমাধান করা ভালো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist