বাঘা (রাজশাহী) প্রতিনিধি

  ০৯ জানুয়ারি, ২০১৮

বাঘায় পানি না নামায় এক মাস পিছিয়ে গেছে রবি মৌসুম

আমন ধান কাটা শেষ হলেই শুরু হয় রবি মৌসুম। কিন্তু চলতি বছর রাজশাহীর বাঘাতে রবি মৌসুমে শষ্য আবাদের সময় পার হয়ে যাচ্ছে কিন্তু মাঠে থেকে পানি নামছে না। ফলে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। কারণ এ সময় তারা সয়াবিন, বাদাম, মরিচ, পেঁয়াজ, রসুন, ডালসহ বিভিন্ন রবি শস্য আবাদের প্রস্তুতি নেন। এ সব ফসলের বীজ রোপণের এখনই উপযুক্ত সময়। কিন্তু এবার নিন্মচাপের প্রভাব ও অসময়ের বৃষ্টির কারনে বাঘাতে রবি মৌসুম অন্তত দেড় মাস পিছিয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর আমন ধান কাটার সময় বাঘাতে প্রচুর বৃষ্টি হয়। ওই সময় মাঠে ৪০ ভাগ পাকা ধান ছিল। বৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়। চাষিরা আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে রবিশষ্য আবাদের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু রবি মৌসুমের নির্ধারিত সময় পার হয়ে গেলে আগামী বর্ষার আগে ফসল ঘরে তোলা কঠিন হবে বলে অনেক চাষি জানান। কৃষকরা জানান, জমিতে পানি থাকায় তিন সপ্তাহের মধ্যে লাঙল দেওয়া যাবে না। বীজ রোপণের জন্য মাটি শুকানো ও জমি উপযোগী হওয়া পর্যন্ত সময় লাগবে আরও এক সপ্তাহ। ফলে রবি মৌসুমের সময় এক মাস পিছিয়ে গেছে। বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম জানা, ডিসেম্বরের শেষে দিকে জমিতে বৃষ্টির পানি জমেছে। ফলে রবি ফসলের বীজ রোপণ করা যাচ্ছে না। সয়াবিন, বাদামসহ অন্য ফসল লাগাতে দেরি হলে কালবৈশাখীর ঝড়ের প্রভাব পড়বে ফসলের ওপর। অপরিপক্ক সয়াবিনসহ অন্য ফসলের ক্ষতি হতে পারে। এতে উৎপাদনের লক্ষমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist