ঈশ্বরদী (পাবনা) ও ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০১৮

ঈশ্বরদী ও ভালুকায় ১৭ হাজার শীতবস্ত্র বিতরণ

পাবনার ঈশ্বরদী ও ময়মনসিংহের ভালুকায় শীতার্ত দরিদ্রদের মাঝে ১৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির উদ্যোগে গতকাল শুক্রবার ঈশ^রদী শহরের ঈদগাহ মাঠে শীতার্ত দরিদ্রদের মাঝে ১৫ হাজার কম্বল বিতরণ করেছেন। এদিকে ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ীতে সুপ্তি সুয়েটার্স লিঃ হবিরবাড়ী ইউনিয়নের প্রায় ২ হাজার শীতার্ত লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, কম্বল বিতরণকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সমাজের বিত্তবানদের শীতার্তদের জন্য কাপড় বিতরণের আহ্বান জানান। এসময় পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা জেলা পুলিশ সুপার জিহাদুল কবীর, পাবনা-৪ আসনের সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ^াস, ভূমিমন্ত্রী পতিœ মিসেস কামরুন্নাহার শরীফ, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ইউএনও নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ^াস, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ^াস, যুগ্ম-সম্পাদক বশির আহমেদ বকুল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, শ্রমিক নেতা রশিদুল্লাহ, পাবনা জজ কোর্টের পিপি আক্তারুজ্জামান মুক্তা, ঈশ^রদী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কু- প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সুপ্তি সুয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান মামুন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, সুপ্তি সুয়েটার্সের ম্যানেজার শহিদুল ইসলাম, প্লানিং ম্যানেজার আতিকুল ইসলাম, অ্যাকউন্টস ম্যানেজার শাহজাহান সিরাজ, ব্যবসায়ী এমরানুল ইসলাম, ছাত্রনেতা শামীম আহাম্মেদ, শরীফ আহাম্মেদ, রাসেল ঢালী প্রমুখ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist