সাতক্ষীরা প্রতিনিধি

  ০৫ জানুয়ারি, ২০১৮

‘সুুচিকিৎসা দেওয়া গেলে শর্মিষ্ঠাকে বাঁচানো যেত’

সাতক্ষীরা শিশু হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ১৩ দিন বয়সী কন্যাশিশু শর্মিষ্ঠা দেবনাথ নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। প্রয়াত শর্মিষ্ঠা সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের সুমঙ্গল দেবনাথের মেয়ে।

বুধহাটা গ্রামের রেখা দেবনাথ জানান, সাত দিন বয়সের মেয়ে শর্মিষ্ঠা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে গত ২৭ ডিসেম্বর সাতক্ষীরা শিশু হাসপাতালের ১নং কেবিনে ভর্তি করা হয়।

শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এসএম জাকির হোসেন তার মেয়ের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সুমঙ্গল দেবনাথ বলেন, মেয়ে শর্মিষ্ঠার শারীরিক অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। এজন্য তারা ডাক্তারের কাছে খুলনায় স্থানান্তরের প্রয়োজন রয়েছে কিনা কয়েকবার জিজ্ঞেস করেন। এরপরও তারা স্থান্তান্তরের কোন পরামর্শ দেননি। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শর্মিষ্ঠার অবস্থার চরম অবনতির বিষয়টি সেবিকাদের মাধ্যমে নিশ্চিত হয়ে তিনি নিজে ডাঃ এসএম জাকির হোসেনকে মোবাইলে বার বার জানানোর চেষ্টা করেও ব্যর্থ হন। মোবাইলের সুইজ বন্ধ পান সংশ্লিষ্ঠ কর্তব্যরত সেবিকারাও। একপর্যায়ে বৃহষ্পতিবার ভোর চারটার দিকে শর্মিষ্ঠার মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, অবস্থার অবনতির পরপরই সুুচিকিৎসা দেওয়া গেলে শর্মিষ্ঠাকে বাঁচানো যেতো। সাতক্ষীরা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এসএম জাকির হোসেন জানান, যথাযথ চিকিৎসার ব্যবস্থা আগে থেকেই করা ছিল। মোবাইল সাইলেন্ট থাকার কারণে তা রিসিভ করা সম্ভব হয়নি। কোন রোগীকে চিকিৎসক মারতে চায় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist